গণিত - পঞ্চম শ্রেণি
 
  1. Question: গ. সা. গু. নির্ণয়ের পদ্ধতি কয়টি?

    A
    ২টি

    B
    ১টি

    C
    ৩টি

    D
    ৬টি

    Note: মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করা হয়।
    1. Report
  2. Question: ল. সা. গু. নির্ণয়ের পদ্ধতি কয়টি?

    A
    ২টি

    B
    ৫টি

    C
    ১টি

    D
    ৩টি

    Note: মৌলিক উৎপাদকের সাহায্যে ও সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা হয়।
    1. Report
  3. Question: প্রদত্ত সংখ্যাকে অপর যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  4. Question: কোন নির্দিষ্ট সংখ্যা যেসব সংখ্যা দ্বারা বিভাজ্য ঐ সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলে।

    A
    সত্য্

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  5. Question: একাধিক সংখ্যার গ. সা. গু. বলতে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে বোঝায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  6. Question: একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদক না থাকলে তাদের গ. সা. গু. কত হয়?

    A
    ২ হয়

    B
    ৩ হয়

    C
    ১ হয়

    D
    ০ হয়

    Note: Not available
    1. Report
  7. Question: কোন সংখ্যা যে কোন সংখ্যারই গুণনীয়ক কত হয়?

    A
    ১ হয়

    B
    ২ হয়

    C
    ৩ হয়

    D
    ৫ হয়

    Note: Not available
    1. Report
  8. Question: কোন সংখ্যার উৎপাদক মাত্র একটি?

    A
    সংখ্যা ২ এর

    B
    সংখ্যা ১ এর

    C
    সংখ্যা ৩ এর

    D
    সংখ্যা ০ এর

    Note: সংখ্যা ১ এর উৎপাদক মাত্র একটি, তা হলো ১।
    1. Report
  9. Question: দুইটি সংখ্যার গুণফল কিসের গুণফলের সমান?

    A
    গ. সা. গু.

    B
    গুণনীয়ক

    C
    উৎপাদক

    D
    ল. সা. গু

    Note: Not available
    1. Report
  10. Question: দুইটি সংখ্যার গুণফল ÷ ল. সা. গু., এটি কিসের সূত্র?

    A
    ল. সা. গু.

    B
    গ. সা. গু.

    C
    গুণনীয়ক

    D
    উৎপাদক

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd