পদার্থ বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একজন অ্যাথলেট `10 ms^-1` গতিতে দৌড়াচ্ছে। যে সর্বোচ্চ দূরত্ব জাম্প করতে সক্ষম হবে-

    A
    10m

    B
    20m

    C
    15m

    D
    25m

    Note: Not available
    1. Report
  2. Question: 200m দীর্ঘ একটি ট্রেন 36 km/hr গতিতে চলে 600m দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

    A
    80 sec

    B
    100 sec

    C
    120sec

    D
    140sec

    Note: Not available
    1. Report
  3. Question: একটি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ দূরত্ব হলো 200m. নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌছাবে?

    A
    25m

    B
    50m

    C
    75m

    D
    100m

    Note: Not available
    1. Report
  4. Question: একটি বস্তুর ত্বরণ 'a' (`in ms^-2') সময় 't' (in s) এর সাথে a=3t+4 সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হ। t=2s সময়ের বস্তুটির গতি হবে-

    A
    `10ms^-1`

    B
    `12ms^-1`

    C
    `14ms^-1`

    D
    `16ms^-1`

    Note: Not available
    1. Report
  5. Question: একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100m অনুভূমিক দূরত্বে ছুঁড়তে পারে। একই বালকে ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে কত উচ্চতায় ছুঁড়তে পারবে?

    A
    50m

    B
    75m

    C
    100m

    D
    125m

    Note: Not available
    1. Report
  6. Question: চারটি বলকে একই আদিবেগে ভূমি থেকে `25@, 35@, 45@` এবং `69.7@` বিভিন্ন নিক্ষেপণ কোণ নিক্ষেপ করা হলো। কোন বলটি সর্বাপেক্ষা কম সময়ে মাটিতে ফিরে আসবে?

    A
    `35@`কোণে নিক্ষিপ্ত বল

    B
    `25@`কোণে নিক্ষিপ্ত বল

    C
    `45@`কোণে নিক্ষিপ্ত বল

    D
    `69.7@`কোণে নিক্ষিপ্ত বল

    Note: Not available
    1. Report
  7. Question: একটি বস্তু স্থিরাস্থা থেকে শুরু করে সমত্বরণে 4th সেকেন্ডে `S_1` এবং 6th সেকেন্ডে `S_2` দূরত্ব অতিক্রম করে। `S_1/S_2` হল

    A
    `2/3`

    B
    `4/9`

    C
    `6/11`

    D
    `7/11`

    Note: Not available
    1. Report
  8. Question: পৃথিবী থেকে v আদিবেগে ভূ-পৃষ্ঠের সাথে `30@` কোণে একটি রকেটকে নিক্ষেপ করা হলো। নূন্যতম বেগ কত হলে রকেটটি পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করতে পারবে?

    A
    `11.2 kms^-1`

    B
    `22.4 kms^-1`

    C
    `11.3 kms^-1`

    D
    `5.6 kms^-1`

    Note: Not available
    1. Report
  9. Question: একটি বস্তুকে 50/s বেগে আনুভূমিকের সাথে `45@` কোণে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে?

    A
    1.8s

    B
    3.6s

    C
    7.2s

    D
    9.8s

    E
    36s

    Note: Not available
    1. Report
  10. Question: একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতি শক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটি যদি তার বেগ `1ms^-1` বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। এদের আদিবেগে নির্ণিয় কর।

    A
    বালকের আদিবেগে `3.414ms^-1` এবং লোকের আদিবেগ `3.41ms^-1`

    B
    বালকের আদিবেগে `4.82ms^-1` এবং লোকের আদিবেগ `2.41ms^-1`

    C
    বালকের আদিবেগে `4.82ms^-1` এবং লোকের আদিবেগ `2.44ms^-1`

    D
    বালকের আদিবেগে `2.41ms^-1` এবং লোকের আদিবেগ `4.82ms^-1`

    E
    বালকের আদিবেগে `4.82cms^-1` এবং লোকের আদিবেগ `2.41cms^-1`

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd