পদার্থ বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: অসম ত্বরণে চবলমান বস্তুর গড় বেগ আদি বেগের চেয়ে-

    A
    বেশী

    B
    কম

    C
    সমান

    D
    কোনটিই নং

    Note: Not available
    1. Report
  2. Question: `22 ms^-1` মন্দন সৃষ্টিকারী বল প্রয়োগ করে একটি গাড়িকে 44m দূরে থামনো হলে গাড়ীটির আদিবেগ-

    A
    `45ms^-1`

    B
    `44ms^-1`

    C
    `44.5ms^-1`

    D
    `43.5ms^-1`

    Note: Not available
    1. Report
  3. Question: অসম ত্বরণে চলমান বস্তুর গড় বেগ আদি বেগের চেয়ে-

    A
    বেশী

    B
    কম

    C
    সমান

    D
    যে কোনটিই হতে পারে

    Note: Not available
    1. Report
  4. Question: `S=(1/3t^3+3t) সূত্রানুসারে একটি বস্তু সরলরেখায় চলছে। 5 সেকেণ্ড পরে এর ত্বরণ নির্ণয় কর।

    A
    `7ms^-1`

    B
    `20ms^-2`

    C
    `10ms^-2`

    D
    `14ms^-2`

    Note: Not available
    1. Report
  5. Question: একটি গ্রামোফোন রেকর্ড মিনিটে 60 বার ঘুরে। সুইচ বন্ধ করায় রেকর্ডটি ১ মিনিটে থেমে যায়। রেকর্ডটির কৌণিক মন্দন কত?

    A
    0.1541 rad/sec^2

    B
    0.105 rad/sec^2

    C
    0.321 rad/sec^2

    D
    0.756 rad/sec^2

    Note: Not available
    1. Report
  6. Question: 100 gm ভরের একটি বস্তুকে 40 cm দীর্ঘ একটি সুতার একপ্রান্তে বেঁধে বৃত্তপথে `20ms^-1`

    A
    158N

    B
    100N

    C
    200N

    D
    385N

    Note: Not available
    1. Report
  7. Question: 1100kg ভরের একটি গাড়ী `50ms^-1` বেগে অনুভূমিক রাস্তার উপর দিয়ে চলার সময় হঠাৎ 100 kg ভরের একটি বস্তু গাড়ী থেকে বাইরে পরে গেল, গাড়ীর বর্তমান বেগ কত হবে?

    A
    `44 ms^-1`

    B
    `50 ms^-1`

    C
    `55 ms^-1`

    D
    `100 ms^-1`

    Note: Not available
    1. Report
  8. Question: ”নীচের কোনটি সঠিক নং-

    A
    দ্রুতি সর্বদায় ধনাত্মক

    B
    বস্তু সমবেগে চললে তার ত্বরণ থাকতেও পারে

    C
    দ্রুতিমানের পরিবর্তনে ত্বরণ পরিবর্তিত হয়

    D
    বস্তু সমদ্রুতিতে চললে তার ত্বরণ থাকতেও পারে।

    Note: Not available
    1. Report
  9. Question: 200 kg একটি ট্রাক 36km/hr বেগে একটি গাছকে আঘাত করলো এবং 0.1 sec সময়ে থেমে গেল। ট্রাকের উপর সংঘর্ষের গড় বল কত?

    A
    `2xx10^3N`

    B
    `2xx10^2N`

    C
    `2xx10^4N`

    D
    `2xx10^5N`

    Note: Not available
    1. Report
  10. Question: কোন বস্তুর গতি ও লেখচিত্র দ্বারা প্রকাশিত হলে তার ত্বরণ a কত?

    A
    a<0

    B
    A=0

    C
    a>0

    D
    ভর জানতে হবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd