পদার্থ বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
  1. Question: আঘাতের ফলে

    A
    স্থিতিস্থাপকতা হ্রাস পায়

    B
    স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়

    C
    অপরিবর্তিত থাকে

    D
    আঘাতের কোন প্রভাব নেই

    Note: Not available
    1. Report
  2. Question: বস্তুর উপর প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুটির পূর্বের আকার বা আয়তন ফিরে পাওয়ার ক্ষমতাকে বলা হয়-

    A
    নমনীয়তা

    B
    স্থিতিস্থাপকতা সীমা

    C
    স্থিতিস্থাপকতা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: একক দৈর্ঘ্যর দৈর্ঘ্যর পরিবর্তনকে বলা হয়

    A
    কুন্তন বিকৃতি

    B
    দৈর্ঘ্য বিকৃতি

    C
    দৈর্ঘ্য পীড়ন

    D
    কুন্তন পীড়ন

    Note: Not available
    1. Report
  4. Question: -ধরনের বিকৃতি রয়েছে।

    A
    তিন

    B
    চার

    C
    দুই

    D
    পাঁচ

    Note: Not available
    1. Report
  5. Question: -ধরনের পীড়ন রয়েছে।

    A
    তিন

    B
    চার

    C
    দুই

    D
    পাঁচ

    Note: Not available
    1. Report
  6. Question: সম ওজহনের ঘনক্ষেত্র বিশিষ্ট দুটি কঠিন পদার্থের ব্লক নেয়া হল। একটি লোহার (ঘনত্ব `8 gm/cm^3` অপরটি অ্যালুমিনিয়ামের তৈরি (ঘনত্ব 2.75m/cm^3`) তাদের সম্পূর্ণ পানিতে নিমজ্জিত করে ওজন নেয়া হলো। তখন পানির মধ্যে

    A
    ওজনের অ্যালুমিনিয়ামের বস্তুটি লোহার বস্তুর চেয়ে বেশী

    B
    দুটোই পূর্বের মত সমান ওজন হবে

    C
    ওজনে লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশী হবে

    D
    ওজনের সমান ওজন হ্রাস পাবে

    Note: Not available
    1. Report
  7. Question: সান্দ্রতা কার ধর্ম?

    A
    শুধু তরলের

    B
    শুধু বায়ুবীয় পদার্থের

    C
    বায়বীয় ও তরণ পদার্থের ধর্ম

    D
    উপরের একটিও নয়

    Note: Not available
    1. Report
  8. Question: বল পয়েন্টের পেন কোন নীতিতে কাজ করে?

    A
    পৃষ্ঠটান

    B
    সান্দ্রতা

    C
    মধ্যাকর্ষণ

    D
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  9. Question: যদি স্পর্শ কোণ `90^@`এর কম হয়, তবে তরলের পৃষ্ঠ হবে-

    A
    উত্তল

    B
    অবতল

    C
    সমতলাবতল

    D
    সমতলোত্তল

    Note: Not available
    1. Report
  10. Question: আন্তর্জাতিক পদ্ধতিতে পৃষ্ঠটানের নিরপেক্ষ একক-

    A
    নিউটন/মিটার

    B
    জুল/মিটার

    C
    নিউটন মিটার `^2`

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd