পদার্থ বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কীসের সাহায্যে শব্দগ্রহণ করে পুনরায় উৎপন্ন করা যায়-

    A
    ফনোগ্রাফ

    B
    টেলোগ্রাফ

    C
    ফনোগ্রাম

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  2. Question: কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুটির স্বাভাবিক কম্পাঙ্কের সমান হলে তাকে বলা হয়-

    A
    মুক্ত কম্পন

    B
    পরবশ কম্পন

    C
    অনুনাদ

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: একই সময়ে কতগুলো শব্দ উৎপন্ন হলে যদি তাদের মধ্যে একটি ঐকতানের সৃষ্টি হয় তবে তাকে বলে-

    A
    সমতান

    B
    হারমোনি

    C
    মেলডি

    D
    A ও B উভয়ই

    Note: Not available
    1. Report
  4. Question: উৎসের কম্পন নিয়মিত বা পর্যাবৃত্ত হলে যে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয়-

    A
    কোলাহল

    B
    সুশ্রাব্য শব্দ

    C
    এর শব্দোচ্চতা

    D
    তীক্ষ্মতা

    Note: Not available
    1. Report
  5. Question: উৎসের কম্পন অনিয়মিত বা অপর্যাবৃত্ত হলে নিঃসৃত শব্দকে বলা হয়-

    A
    কোলাহল

    B
    সুশ্রাব্য শব্দ

    C
    এর তীব্রতা

    D
    তীক্ষ্মতা

    Note: Not available
    1. Report
  6. Question: যে বৈশিষ্ট্য দ্বারা একটি শব্দ অন্য একটি শব্দ হতে কত বেশি জোরালো তা বুঝা যায় তাকে বলা হয়-

    A
    তীব্রতা

    B
    শব্দোচ্চতা

    C
    তীক্ষ্মতা

    D
    জাতি

    Note: Not available
    1. Report
  7. Question: কোনো বাদ্যযন্ত্রের চতুর্থ সমমেল 1100Hz তাহলে কম্পাঙ্ককে মূল সূর বলে।

    A
    275Hz

    B
    2905Hz

    C
    762Hz

    D
    825Hz

    Note: Not available
    1. Report
  8. Question: তীক্ষ্মতা নির্ভর করে-

    A
    বিস্তারের উপর

    B
    দ্রুতির উপর

    C
    কম্পাংকের উপর

    D
    প্রবাহের দিকের উপর

    Note: Not available
    1. Report
  9. Question: একজন স্রোতা সাধারণত dB তীব্রতা লেভেলের পার্থক্য বুঝতে পারে।

    A
    0db

    B
    10db

    C
    1db

    D
    2db

    Note: Not available
    1. Report
  10. Question: শব্দের তীব্রতা যখন 10 গুণ বৃদ্ধি পায় তখন শব্দোচ্চতা যে পরিমাণ বাড়ে তাকে বলা হয়-

    A
    10 বেল

    B
    2 বেল

    C
    1 ডেসিবেল

    D
    1 বেল

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd