তাপ গতিবিদ্যা
 
  1. Question: তাপগতীয় স্থানাঙ্কগুলো হলো-

    A
    চাপ ও আয়তন

    B
    চাপ ও তাপমাত্রা

    C
    তাপমাত্রা ও আয়তন

    D
    চাপ, আয়তন এবং তাপমাত্রা

    Note: Not available
    1. Report
  2. Question: যখন কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। এই সূত্রকে বলা হয়-

    A
    তাপগতিবিদ্যার শূণ্যতার সূত্র

    B
    তাপগতিবিদ্যায় দ্বিতীয় সূত্র

    C
    তাপগতিবিদ্যার প্রথম সূত্র

    D
    জুলের তাপীয় সূত্র

    Note: Not available
    1. Report
  3. Question: সমোষ্ণ পরিবর্তনের জন্য কোনো সিস্টেমের চাপ পরিবর্তন করতে হবে-

    A
    খুব দ্রুত

    B
    খুব আস্তে আস্তে

    C
    মাঝারিভাবে

    D
    যেকোভাবে

    Note: Not available
    1. Report
  4. Question: যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করে না কিংবা তাপ বর্জন করে না, তাকে বলা হয়-

    A
    সমোষ্ণ প্রক্রিয়া

    B
    রুদ্ধতাপীয় প্রক্রিয়া

    C
    সমআয়তন প্রক্রিয়া

    D
    সমচাপ প্রক্রিয়া

    Note: Not available
    1. Report
  5. Question: যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা স্থির রেখে গ্যাসীয় পদার্থের চাপ ও আয়তনে পরিবর্তন ঘটানো হয়, তাহা নিম্নে উল্লেখিত কোন প্রক্রিয়া?

    A
    রুদ্ধতাপীয়

    B
    তাপগতীয়

    C
    সমচাপ

    D
    সমোষ্ণ

    Note: Not available
    1. Report
  6. Question: আদর্শ ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ভর করে-

    A
    কার্যকর বস্তুর প্রকৃতির উপর

    B
    ইঞ্জিনের আকারের উপর

    C
    ইঞ্জিনের কার্যবালীর উপর

    D
    কার্যকর বস্তুর তাপমাত্রার উপর

    Note: Not available
    1. Report
  7. Question: পৃথিবীর এনট্রপি ক্রমাগত-

    A
    বাড়ছে

    B
    কমছে

    C
    অপরিবর্তিত থাকছে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: এনট্রপি তাপ সঞ্চালকে কী নির্ণয় করে?

    A
    মান

    B
    দিক

    C
    মান ও দিকে

    D
    সময়

    Note: Not available
    1. Report
  9. Question: পৃথিবীর এনট্রপি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তখন সব কিছুর উষ্ণতা এক হয়ে যাবে। ফলে তাপশক্তিতে আর যান্ত্রিক শক্তিতে রূপান্তারিত করা যাবে না। এ অবস্থাকে কী নামে অভিহিত করা হয়েছে?

    A
    জগতের তথাকথিত তাপীয় মৃত্য

    B
    জগতের তথাকথিত তাপীয় জন্ম

    C
    জগতের তথাকথিত তাপীয় আবির্ভাব

    D
    জগতের তথাকথিত তাপীয় প্রভাব

    Note: Not available
    1. Report
  10. Question: বিশ্বের সকল ব্যবস্টথা----উপনীত হবে

    A
    তাপীয় সাম্যবস্থায়

    B
    চাপীয় সাম্যবস্থা

    C
    তাপমাত্রা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd