তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ
 
  1. Question: যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাহাকে কী বলে?

    A
    বৈদ্যুতিক মটর

    B
    ডায়নামো

    C
    ট্রান্সফরমার

    D
    আর্মেচার

    Note: Not available
    1. Report
  2. Question: ট্রান্সফরমারের কাজ কী?

    A
    বর্তনীতে প্রবাহের মান নির্ণয় কা

    B
    দিক পরবর্তী বিভবের মান পরবর্তন করা

    C
    রোধ নির্ণয়

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  3. Question: তড়িচ্চুম্বকীয় সূত্র প্রদান করেছেন-

    A
    ফ্যারাডে

    B
    লেনজ

    C
    ফ্লেমিং

    D
    নিউম্যান

    Note: Not available
    1. Report
  4. Question: একটি বর্তনীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির দিক নির্ণয় করা যায়-

    A
    লেনজের সুত্র দ্বারা

    B
    ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম দ্বারা

    C
    ফ্যারাডের সূত্র দ্বারা

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: অবরোহী ট্রান্সফরামরের ক্ষেত্রে মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা-

    A
    গৌণ কুন্ডলীর পাকসংখ্যা অপেক্ষা কম হয়

    B
    গৌণ কুন্ডলীর পাকসংখ্যা অপেক্ষা অনেক গুণ কম হয়

    C
    গৌণ কুন্ডলীর পাকসংখ্যা অপেক্ষা বেশি হয়

    D
    কোনোটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: একটি আদর্শ ট্রান্সফরমারের পরিবর্তন করে না-

    A
    ক্ষমতা

    B
    তড়িৎ প্রবাহ

    C
    ভোল্টেজ

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: স্বকীয় আবেশ গুণাঙ্কের এসআই একক হেনরিকে লেখা যায়-

    A
    ওয়েবার/অ্যাম্পিয়ার

    B
    ভোল্ট সেকেন্ড/অ্যাম্পিয়ার

    C
    জুল/(অ্যাম্পিয়ার)

    D
    ও’ম সেকেন্ড

    Note: Not available
    1. Report
  8. Question: একটি কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুচ্চালক শক্তি নির্ভর করে না-

    A
    রোধের উপর

    B
    কুণ্ডলীর পাকসংখ্যার উপর

    C
    চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের উপর

    D
    সময়ের উপর

    Note: Not available
    1. Report
  9. Question: রংধনু হয় কোন কারণে?

    A
    বৃষ্টিকণার মাধ্যমে আলোর প্রতিসরণের ফলে

    B
    বায়ুতে পানির হালকা পর্দা থেকে আলোর ব্যতিচারের ফলে

    C
    বৃষ্টি কনার কিনার হতে আলোক রশ্মির অপবর্তনের ফলে

    D
    আকাশ থেকে আলোর প্রতিফলনের ফলে।

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি মৌলিক বর্ণ নয়?

    A
    লাল

    B
    সবুজ

    C
    হলুদ

    D
    আসমানী

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd