তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
 
  1. Question: বিদ্যুৎ প্রবাহমাত্রা নির্ভূলভাবে জানা যায় কিসের মাধ্যমে-

    A
    অ্যামিটার

    B
    ভোল্টমিটার

    C
    পটেনশিওমিটার

    D
    ভোল্টমিটার

    Note: Not available
    1. Report
  2. Question: ওয়েরেষ্টেড কীসের একক?

    A
    চৌম্বক ক্ষেত্র

    B
    চৌম্বক বিভব

    C
    চৌম্বক ক্রমিক

    D
    চৌম্বক প্রাবল্য

    Note: Not available
    1. Report
  3. Question: চল কুণ্ডলী গ্যালভানো মিটারে মুক্তভাবে ঘূর্ণনশীল বস্তু হল-

    A
    কুন্ডলী

    B
    চুম্বক শলাকা

    C
    স্প্রিং

    D
    গ্যালভানোমিটার

    Note: Not available
    1. Report
  4. Question: মিথ্যা কোনটি?

    A
    গজ এর ক্ষতিকারক দিক নেই

    B
    সলিনয়েড দন্ড

    C
    চিকিৎসা বিজ্ঞানে সলিনয়েডের ব্যবহার আছে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: যে কোন আকৃতির বিদ্যুৎবাহী তার দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা?

    A
    ওহম

    B
    অ্যাম্পিয়ার

    C
    ফ্যারাডে

    D
    ব্যায়োট-স্যাবার্ট

    Note: Not available
    1. Report
  6. Question: চলচুম্বক গ্যালভানো মিটারের বৈশিষ্ট্য কোনটি?

    A
    এর সাহায্যে `10^-5A` এর কম বিদ্যুৎ প্রবাহ পমিরাপ করা যায়

    B
    কুন্ডলী স্থির কিন্তু চুম্বক বিক্ষিপ্ত হতে পারে

    C
    স্থান পরিবর্তনে গ্যালভানোমিটারের হ্রাসাঙ্ক পরিবর্তন হয়

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  7. Question: দুটি বিদ্যুৎবাহী তারে `I_1' এবং `I_2' প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এরা-

    A
    কোন বল অনুভব করে না

    B
    এর পরস্পর আকর্ষণ অনুভব করবে

    C
    এরা পরস্পর বিকর্ষণ অনুভব করবে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: যদি দুটি পরিবাহীতে বিপরীতমুখী তড়িৎ প্রবাহিত হয়, তবে এরা-

    A
    পরস্পরকে আকর্ষণ করবে

    B
    পরস্পর বিকর্ষণ করবে

    C
    এদের মধ্যে কোনো বল ক্রিয়া করবে না

    D
    উপরের কোনোটিই নয়

    Note: Not available
    1. Report
  9. Question: একটি বৃত্তাকার কুণ্ডলীতে ঘড়ির কাটার দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীটি কাগজ তলে রয়েছে। চৌম্বক ক্ষেত্রের দিক-

    A
    দর্শক হতে দূরের দিকে

    B
    দর্শকের দিকে

    C
    কাগজ তলে

    D
    উপরের কোনোটিইনয়

    Note: Not available
    1. Report
  10. Question: চৌম্বক ফ্লাক্সের একক হলো-

    A
    অ্যাম্পিয়ার

    B
    ওয়েবার

    C
    টেসলা

    D
    গাউস

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd