পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান
 
  1. Question: ক্লোরিনের পরমাণুর ভর সংখ্যা 35, অতএব নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা নিম্নের কোনটি?

    A
    প্রোটন 20, নিউট্রন 15

    B
    প্রোটন 17, নিউট্রন 18

    C
    প্রোটন 18, নিউট্রন 17

    D
    প্রোটন 15, নিউট্রন 20

    Note: Not available
    1. Report
  2. Question: যে পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাহা নিম্নের কোনটি?

    A
    আইসোবার

    B
    আইসোমার

    C
    আইসোটাপ

    D
    আইসোটান

    Note: Not available
    1. Report
  3. Question: একটি হাইড্রোজেন পরমাণুর স্থির কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের বিভর শক্তি এবং গতিশক্তি যথাক্রমে `E_p` এবং `E_k` এদের অনুপাত নিম্নের কোনটি?

    A
    2

    B
    -1

    C
    1

    D
    -2

    Note: Not available
    1. Report
  4. Question: নিম্নের কোনটি নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়ার জন্য সঠিক?

    A
    কাঁচ পাত্রে টেস্ট টিউবে ঘটানো যায়

    B
    বিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না

    C
    শুধু পরমাণু স্থানান্তর ঘটে

    D
    অনবরত চলতে থাকে

    Note: Not available
    1. Report
  5. Question: পরমাণুর ভর বলতে বুঝায়

    A
    নিউট্রনের ভর

    B
    প্রোটনের সংখ্যা

    C
    প্রোটন ও নিউট্রনের ভর

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: একটি মৌলিক পদার্থ বেশী স্থায়ী হয় যদি উহার পরমাণুর-

    A
    প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান

    B
    ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান

    C
    নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা হতে বেশি হয়

    D
    ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা হতে কম হয়।

    Note: Not available
    1. Report
  7. Question: ইলেকট্রন উচ্চস্তর থেকে নিম্ন স্তরে প্রবেশ করলে কি ঘটে/

    A
    শক্তি বিকিরণ

    B
    শক্তি শোষণ

    C
    উভয়

    D
    শক্তির আদান প্রদান হয় না

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটির ভর সব চাইতে কম?

    A
    ইলেকট্রন

    B
    প্রোটন

    C
    নিউট্রন

    D
    হাইড্রোজেন পরমাণু

    Note: Not available
    1. Report
  9. Question: পরমাণুর সব ধনাত্মক কণিকা পরমাণুর কেন্দ্রে খুব অল্প স্থানের মধ্যে কেন্দ্রীভূত আছে কে প্রথম এ উক্তিটি করেন?

    A
    রাদারফোর্ড

    B
    নীলস্ বোর

    C
    থমসন

    D
    নিউটন

    Note: Not available
    1. Report
  10. Question: তেজস্ক্রিয়ভাবে বেলায় কোনটি প্রযোজ্য?

    A
    শুধু ঘটে যেসব মৌলে যাদের পারমাণবিক ওজন 82 এর কম

    B
    পরমাণুর নিউক্লিয়াসের সাথে কোন সম্পর্ক নেই

    C
    চৌম্বকক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়

    D
    আলফা, বিটা ও গামা রশ্মি হিসেবে নির্গত হয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd