স্থির তড়িৎ
 
  1. Question: দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কোন শর্তের উপর নির্ভর করে

    A
    চার্জ দুটির পরিমাণ

    B
    চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব

    C
    চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম

    D
    উপরের সবকয়টি

    Note: Not available
    1. Report
  2. Question: নীচের কোনটি অর্ধপরিবাহী?

    A
    তহামা

    B
    জার্মেনিয়াম ও সিলিকন

    C
    এসিড মিশ্রিমত পানি

    D
    কাঁচা ও রাবার

    Note: Not available
    1. Report
  3. Question: বিদ্যুৎ পরিবাহির উদাহরণ কোনটি?

    A
    কাঁচ

    B
    শুকনা কাঠ

    C
    মানব দেহ

    D
    রাবার

    Note: Not available
    1. Report
  4. Question: কাঁচদন্ডকে রেশমী কাপড় দিয়ে ঘষলে?

    A
    ইলেকট্রন কাঁচ দন্ড হতে রেশমী কাপড়ের দিকে যাবে

    B
    ইলেকট্রন রেশমী কাপড় হতে কাঁচ দন্ডের দিকে যাবে

    C
    ইলেকট্রনের কোন স্থানান্তর ঘটবে না

    D
    উপরের সব কয়টি

    Note: Not available
    1. Report
  5. Question: পরিবাহীর কোন অংশে সঞ্চিত চার্জের পরিমাণ বেশী?

    A
    সর্বত্রই সমান

    B
    সমতল অংশে

    C
    বক্র অংশে

    D
    কৌনিক অংশে

    Note: Not available
    1. Report
  6. Question: চার্জ পরিবাহীর কোথায় অবস্থান করে?

    A
    পরিবাহীর ভেতরের পৃষ্ঠে

    B
    পরিবাহীর কোন এক বিন্দুতে

    C
    পরিবাহীর সর্বত্রই ছড়িয়ে থাকে

    D
    পরিবাহীর বাইরের পৃষ্ঠে

    Note: Not available
    1. Report
  7. Question: দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল বল চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের?

    A
    বর্গের ব্যাস্তানুপাতিক

    B
    ব্যাস্তানুপাতিক

    C
    সমানুপাতিক

    D
    বর্গের সমানুপাতিক

    Note: Not available
    1. Report
  8. Question: বৈদ্যুৎতিক প্রাবল্যের একক কোনটি?

    A
    কুলম্ব/নিউটন

    B
    নিউটন/কুলম্ব

    C
    কুলম্ব/ডাইন

    D
    ডাইন/কুলম্ব

    Note: Not available
    1. Report
  9. Question: দুটি চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিক হতে থাকে যতক্ষণ না তাদের?

    A
    চার্জ সমান হয়

    B
    বিভব সমান হয়

    C
    ধারকত্ব সমান হয়

    D
    সঞ্চিত শক্তি সমান হয়

    Note: Not available
    1. Report
  10. Question: পরিবাহির ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

    A
    পরিবাহীর আকার

    B
    মাধ্যমের প্রকৃতি

    C
    অন্য বস্তুর সান্নিধ্য

    D
    উপরের সবই

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd