পদার্থ বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: তাপমাত্রা বৃদ্ধি পেলে-

    A
    কোনো কোন তরল পদার্থের প্রতিসরাংক হ্রাস পায়

    B
    কোন কোন তরল পদার্থের প্রতিসরাংক বৃদ্ধি পায়

    C
    A, B

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: লেন্সের ক্ষমতা নির্ভর করে কী কী বিষয়ের উপর?

    A
    লেন্সের উপাদানের প্রতিসরাংক

    B
    আপতিত আলোকের কার্য

    C
    বক্রতার ব্যাসার্ধের উপর

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি সঠিক?

    A
    উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক

    B
    উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মাক

    C
    উত্তল লেন্সের প্রতিবিম্ব বড় ও ছোট হবে

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  4. Question: আলোর প্রতিসরণ অনুসরণ করে-

    A
    তিনটি সূত্র

    B
    চারটি সূত্র

    C
    দুটি সূত্র

    D
    পাঁচটি সূত্র

    Note: Not available
    1. Report
  5. Question: মানব চোখে প্রতিবিম্ব গৃহীত হয়-

    A
    কৃষ্ণমণ্ডলে

    B
    আইরিসে

    C
    চোখের মণিতে

    D
    রেটিনায়

    Note: Not available
    1. Report
  6. Question: যখন চোখ কাছের বস্তু দেখতে পায়, কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, চোখের ঐ ত্রুটিকে বলা হয়-

    A
    দূর দৃষ্টি

    B
    ক্ষীণ দৃষ্টি

    C
    চালশে

    D
    বিষম দৃষ্টি

    Note: Not available
    1. Report
  7. Question: আপতন রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয়-

    A
    প্রিজম কোণ

    B
    বিচ্যুতি কোন

    C
    প্রতিসরণ কোণ

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: একটি উত্তল লেন্সের ক্ষেত্রে অসীম দূরত্বে কোনো বস্তু স্থাপন করলে প্রতিবিম্ব হবে-

    A
    বাস্তব, উল্টা এবং বড়

    B
    অবাবস্তব, সিধা এবং ছোট

    C
    বাস্তব, উল্টা এবং অত্যন্ত ক্ষুদ্র

    D
    অবাস্তব, সিধা এবং বড়

    Note: Not available
    1. Report
  9. Question: একটি উত্তল লেন্সের 2f অবস্থানে একটি বস্তু স্থাপন করলে, প্রতিবিম্ব সৃষ্টি হবে-

    A
    লেন্সের পিছনে 2f দূরত্বে

    B
    প্রধান ফোকাস তলে

    C
    অসীমে

    D
    লেন্সের পিছনে 2f এর চেয়ে বেশি দূরত্বে

    Note: Not available
    1. Report
  10. Question: একটি অবতল লেন্স হতে অসীম দূরত্বে একটি বস্তু স্থাপন করলে, প্রতিবিম্বের অবস্থান হবে-

    A
    অসীমে

    B
    প্রধান ফোকাসে

    C
    বস্তুর একই পাশে এবং আলোক কেন্দ্র ও দ্বিতীয় প্রধান ফোকাসের মধ্যে

    D
    বস্তুর একই পাশে এবং দ্বিতীয় প্রধান ফোকাসে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd