জীবনের জন্য পানি
 
  1. Question: তুমি আকাশে মেঘ দেখতে পাও। এটি আসলে কী?

    A
    সাদা বাতাস

    B
    সাদা ধোঁয়া

    C
    ক্ষুদ্র পানিকণা

    D
    বাষ্পকণা

    Note: Not available
    1. Report
  2. Question: তুমি কখনও শিলাবৃষ্টি দেখে থাকবে। এ ধরনের বৃষ্টির কারণ কোনটি?

    A
    মেঘের পানিকণা খুব ঠাণ্ডা হয়ে যাওয়া

    B
    মেঘের পানির সাথে বরফ মেশানো হয়

    C
    মেঘের পরিবর্তে বরফ নামে

    D
    মেঘের পানিকণা খুব উত্তপ্ত হয়ে যায়

    Note: Not available
    1. Report
  3. Question: তুমি একটি কাচের গ্লাসে কয়েক টুকরা বরফ রাখ। কিছুক্ষণ পর কী ঘটবে?

    A
    বরফ গলবেনা

    B
    গ্লাসের বাইরে বরফ তৈরি হবে

    C
    গ্লাসটি ঠাণ্ডা হবে

    D
    গ্লাসটি ফেটে যাবে

    Note: Not available
    1. Report
  4. Question: তোমরা একটি গ্লাস কোণ্ড ড্রিংকসহ কিছুক্ষণ রেখে দিলে। এতে গ্লাসের বাইরের পানির কণা গ্লাসটিকে আবছা করে দিল। এর জন্য দায়ী কোনটি?

    A
    স্বচ্ছ পানি

    B
    অস্বচ্ছ পানি

    C
    জলীয় বাষ্প

    D
    তরল বাষ্প

    Note: Not available
    1. Report
  5. Question: বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে কীসে পরিণত হয়?

    A
    শিলা বৃষ্টিতে

    B
    বরফে

    C
    পানির ফোঁটায়

    D
    অক্সিজেনে

    Note: Not available
    1. Report
  6. Question: পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এরপরও তাপ দিলে তা কীসে পরিণত হয়?

    A
    বরফে

    B
    শিশিরে

    C
    জলীয় বাষ্পে

    D
    কুয়াশায়

    Note: Not available
    1. Report
  7. Question: পানি ভু-পৃষ্ঠে কীভাবে ফিরে আসে?

    A
    জলীয়বাষ্প রূপে

    B
    মেঘ হিসেবে

    C
    বৃষ্টি হিসেবে

    D
    ফিরে আসে না

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি পানি চক্রের প্রবাহ চিত্র?

    A
    পানি `=>` বরফ `=>` বাষ্প `=>` বৃষ্টি

    B
    পানি `=>` বৃষ্টি `=>` বাষ্প `=>` বরফ

    C
    পানি `=>` বাষ্প `=>` মেঘ `=>` বৃষ্টি

    D
    পানি `=>` মেঘ `=>` বাষ্প `=>` বৃষ্টি

    Note: Not available
    1. Report
  9. Question: তোমার এলাকায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব প্রায়ই দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি তোমার এলাকাবাসীকে নিয়ে কী করবে?

    A
    আর্সেনিক দূষণ সম্পর্কে সচেতন করবে

    B
    বেশি বেশি গাছ রোপন করতে বলবে

    C
    প্রতিকারের জন্য কবিরাজের কাছে যেতে বলবে

    D
    পানি দূষণের কারণ ও ফলাফল জানাবে

    Note: Not available
    1. Report
  10. Question: কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়া প্রাদুর্ভা দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?

    A
    দূষিত বায়ু

    B
    দূষিত পানি

    C
    আর্সেনিকযুক্ত পানি

    D
    বাসি পানি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd