জীবনের জন্য পানি
 
  1. Question: গণি মিয়া তার গবাদি পশুদের নিয়মিত পুকরে গোসল করান, এতে কোনটি ঘটবে?

    A
    জলজ উদ্ভিদ বৃদ্ধি পাবে

    B
    খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটবে

    C
    মাছ বৃদ্ধি পাবে

    D
    পানি স্বচ্ছ হবে

    Note: Not available
    1. Report
  2. Question: রনি তার গ্রামে দুষণ বাড়ছে দেখে দূষণ প্রতিরোধের পদক্ষেপ হাতে নেন। রনির দূষণ প্রতিরোধের পদক্ষেপ কোনটি?

    A
    নদীতে বর্জ্য ফেলা

    B
    সাগরে আবর্জনা ভাসানো

    C
    এলাকায় তেল ফেলা

    D
    কীটনাশকের ব্যবহার কমানো

    Note: Not available
    1. Report
  3. Question: তুমি গ্রামে গিয়ে দেখলে অনেক মানুষ পুকুরের পানিতে গোসল করছে। এ পানি পান করলে কোন রোগটি হতে পারে?

    A
    কলেরা

    B
    জ্বর

    C
    মাথাব্যাথা

    D
    আর্সেনিক

    Note: Not available
    1. Report
  4. Question: বিভিন্ন কারণে পানি দূষিত হয়। এর মধ্যে নিচের কোনটি পানিদূষণের কারণ হতে পারে?

    A
    রান্না

    B
    খাওয়া

    C
    ময়লা কাপড় কাটা

    D
    সেচ কাজ

    Note: Not available
    1. Report
  5. Question: পানি দূষণ প্রতিরোধের উপায় কোনটি?

    A
    গৃহস্থালির ময়লা পানিতে ফেলা

    B
    জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার

    C
    পানিতে গরু মহিষের গোসল করানো

    D
    পুকুরের পানিতে চিপসের প্যাকেট ফেলা

    Note: Not available
    1. Report
  6. Question: পানি দূষণের জন্য নিচের কোনটি গ্রুপের কারণগুলো দায়ী?

    A
    সার, কীটনাশক এবং রাসায়নিক পদার্থ

    B
    পশু, পাখি এবং ইটভাটার কালো ধোয়া

    C
    জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার

    D
    পানিতে গরু মহিষের গোসল করানো

    Note: Not available
    1. Report
  7. Question: প্রতিকুল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি নাও খেতে পার। এ পরিস্থিতি মোকাবিলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে?

    A
    পানি দূষিত করবে না

    B
    পানি অপচয় করবে না

    C
    পানি সংগ্রহে রাখবে

    D
    পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করবে

    Note: Not available
    1. Report
  8. Question: কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন টেবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দিবে?

    A
    খরার সময়

    B
    ঝড়ের সময়

    C
    বৃষ্টির সময়

    D
    বন্যার সময়

    Note: Not available
    1. Report
  9. Question: তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপের পানি পাওয়া যায় না। এক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে?

    A
    বিশ মিনিট ফুটাবে

    B
    কাপড় দিয়ে ছাঁকবে

    C
    পানি থিতাবে

    D
    পানির পাত্র ঢেকে রাখবে

    Note: Not available
    1. Report
  10. Question: তুমি বেড়াতে গিয়ে নদীর পানি পান করলে, তুলির মা তাকে নিরাপদ পানি পান করতে বললেন। তুলির মায়ের মতে নিরাপদ পানি কোনটি?

    A
    কুয়ার পানি

    B
    পুকুরের পানি

    C
    সাগরের পানি

    D
    নলকূপের পানি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd