পরিশিষ্ট
 
  1. Question: জীবাশ্ম জ্বালানি পোড়ালে কোন গ্যাস পরিবেশে নির্গত হয়?

    A
    অক্সিজেন

    B
    কার্বন ডাইঅক্সাইড

    C
    নাইট্রোজেন

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  2. Question: নিলয় বাবা-মায়ের সাথে কুয়াকাটা সমুদ্র সৈকতে গেল। সেখানে সে ভোরের সূর্যোদয় দেখলে। এই সূর্য থেকে নিলয় সরাসরি কী পায়?

    A
    তাপ

    B
    বিদ্যুৎ

    C
    খাদ্য

    D
    শব্দ

    Note: Not available
    1. Report
  3. Question: তুমি রেডিও অন করলে গান শুনতে পাও। এখানে বিুদ্যৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিক হচ্ছে?

    A
    আলোক শক্তি

    B
    যান্ত্রিক শক্তি

    C
    রাসায়নিক শক্তি

    D
    শব্দ শক্তি

    Note: Not available
    1. Report
  4. Question: গরম তরকারির পাতলে অনেকক্ষণ ধরে চামচ রাখাছিল। রুমি সে চামচ হঠাৎ ধরতে গিয়ে হাতে গরম ছেকা খেলো। চামচে তাপ কীভাবে সঞ্চালিত হয়েছিল?

    A
    পরিবহন

    B
    পরিচলন

    C
    বিকিরন

    D
    সংযোজন

    Note: Not available
    1. Report
  5. Question: রিমার মা গরম পানির চুলার উপরে ভেজা কাপড় শুকাতে দিলেন। তিনি বললেন পানি গরম হবার সময় যে জলীয় বাষ্প উৎপন্ন হয় তার তাপ দিয়েই কাপড় শুকাবে। পানি গরম হবার সময় তাপের প্রবাহকে কী বলে?

    A
    পরিবহন

    B
    পরিচলন

    C
    বিকিরণ

    D
    সঞ্চালন

    Note: Not available
    1. Report
  6. Question: তুমি রাতের আকাশে অনেক তারা দেখতে পাও। এই তারার আলো পৃথিবীতে আসে কোন প্রক্রিয়াতে?

    A
    পরিচলন

    B
    পরিবহন

    C
    বিকিরণ

    D
    সঞ্চালন

    Note: Not available
    1. Report
  7. Question: চুলার আগনে কী ধরনের শক্তি পাওয়া যায়?

    A
    রাসায়নিক শক্তি

    B
    তাপ শক্তি

    C
    শব্দ শক্তি

    D
    যান্ত্রিক শক্তি

    Note: Not available
    1. Report
  8. Question: বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে কীসের আলো থেকে?

    A
    জোনাকির আলো

    B
    হ্যাজাকের আলো

    C
    চাঁদের আলো

    D
    সূর্যের আলো

    Note: Not available
    1. Report
  9. Question: ঢাকা শহরের প্রায় প্রতিটি বাসা বাড়িতেই গ্যাসের চুলায় রান্নাবান্না করা হয়। এই চুলার জ্বালানি কোন ধরনের শক্তির উৎস?

    A
    অনবায়ন যোগ্য

    B
    নবায়ন যোগ্য

    C
    যান্ত্রিক

    D
    রাসায়নিক

    Note: Not available
    1. Report
  10. Question: তোমার মা প্রতিদিন দিনের বেলা ঘরে আলো না জ্বালিয়ে সব জানালা খুলে দেন। তিনি সারাদিন জানালা দিয়ে আসা আলোতেই কাজ করেন। এটি তিনি কেন করেন?

    A
    বৈদ্যুতিক আলো অস্বাস্থ্যকর বলে

    B
    দিনের আলো উত্তম বলে

    C
    শক্তি সংরক্ষণ করতে

    D
    বিল বাড়াতে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd