পরিশিষ্ট
 
  1. Question: রুবা তার গোলঅপ গাছে প্রতিদিন সকাল-বিকাল পানি দেয়। সে জানে এই পানি দ্বারাই উদ্ভিদ তার দরকারি পুষ্টি উপাদানগুলো শোষণ করে। উদ্ভিদ এ পুষ্টি উপাদান কোথা থেকে শোষণ করে?

    A
    সূর্য

    B
    বাতাস

    C
    মাটি

    D
    পাতা

    Note: Not available
    1. Report
  2. Question: রিফাত প্রতিদিন ভোরে স্কুলে যাবার সময় লক্ষ করে যে, তার স্কুলের খেলার মাঠের ঘাসের ডগায় বিন্দু বিন্দু পানি জমে থাকে। এ পানিকে কী বলা হয়?

    A
    বাষ্প

    B
    শিশির

    C
    কুয়াশা

    D
    বরফ

    Note: Not available
    1. Report
  3. Question: তুলি রান্নাঘরে তার মাকে সাহায্য করবার সময় দেখলো চুলায় থাকা ভাতের পাতিলের ভেতর থেকে বাষ্প উঠেছে। এই বাষ্প উঠার ঘটনাকে কী বলে?

    A
    ঘনীভবন

    B
    থিতানো

    C
    ছাঁকন

    D
    বাষ্পীভবন

    Note: Not available
    1. Report
  4. Question: বর্ষাকালে আকাশে প্রাইয় প্রায়ই ঘন মেঘ জমে। এই মেঘ কোথা থেকে সৃষ্টি হয়?

    A
    হাইড্রোজেন

    B
    অক্সিজেন

    C
    জলীয় বাষ্প

    D
    নাইট্রোজেন

    Note: Not available
    1. Report
  5. Question: সোমার বাবা তাদের গবাদি পশুগলোকে প্রদিদিন বাড়ির পাশের পুকুরে গোসল করান। এতে কোন ঘটনাটি ঘটবে?

    A
    জলজ উদ্বিদ বৃদ্ধি পাবে

    B
    মাছের সংখ্যা বৃদ্ধি পাবে

    C
    পানি পরিষ্কার হবে

    D
    খাদ্যশৃঙ্খলের ব্যাঘাত ঘটবে

    Note: Not available
    1. Report
  6. Question: তোমার বাবা তাদের গবাদি পশুগুলোকে প্রতিদিন বাড়ির পুকুরে গোসল করান। এতে কোন ঘটনাটি ঘটবে?

    A
    জলজ উদ্ভিদ বৃদ্ধি পাবে

    B
    মাছের সংখ্যা বৃদ্ধি পাবে

    C
    পানি পরিষ্কার হবে

    D
    খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটবে

    Note: Not available
    1. Report
  7. Question: তোমার মা খাবারের জন্য সবসময় কল বা ট্যাপের পানি ব্যবহার করে থাকেন। তবে পান করার আগে তিনি তা ফুটিয়ে নেন। ট্যাপের পানি তিনি কতক্ষণ ধরে ফুটিয়ে পানের উপযোগী করেন?

    A
    ২০ মিনিট

    B
    ২৫ মিনিট

    C
    ৩০ মিনিট

    D
    ৬০ মিনিট

    Note: Not available
    1. Report
  8. Question: ডাঃ রাজিব তার িএক রোগীকে প্রতিদিন বেশি করে পানি পান করবার পরামর্শ দিলেন। এই পানি মানুষের শরীরে কোন কাজটি করে?

    A
    খাদ্য তৈরি

    B
    খাদ্য পরিপাক

    C
    খাদ্য সঞ্চালন

    D
    খাদ্য নিঃসরন

    Note: Not available
    1. Report
  9. Question: আর্সেনিকোসিস রোগের কারণ কোনটি?

    A
    বায়ু

    B
    মাটি

    C
    উদ্ভিদ

    D
    পানি

    Note: Not available
    1. Report
  10. Question: পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান কোনটি?

    A
    অ্যারোসল

    B
    হারপিক

    C
    ব্লিচিং পাউডার

    D
    নাপা ট্যাবলেট

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd