বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তোমার চাচার কারখানা সচল রাখতে তিনি কয়লা ও তেল ব্যবহার করেন। এ কয়লা ও তেল কী?

    A
    জীবাশ্ম জ্বালানি

    B
    অজৈব জ্বালানি

    C
    গ্যাস

    D
    দূষিত পদার্থ

    Note: Not available
    1. Report
  2. Question: আরিফ সাহেব শিল্প এলাকায় সাব করেন। সম্প্রতি তার প্রতিবেশিসহ অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদের রোগাক্রান্ত হওয়ার কারণ কী?

    A
    বায়ু দূষণ

    B
    পরিবেশ দূষণ

    C
    পানি দূষণ

    D
    মাটি দূষণ

    Note: Not available
    1. Report
  3. Question: পল্ট খবরের কাগজে পড়লো, হিমালয়ের হিমবাহ গলতে শুরু করেছে। এতে কী ঘটবে?

    A
    ভূমিকম্প হবে

    B
    হিমবাহ বেড়ে যাবে

    C
    সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে

    D
    তাপমাত্রা হ্রাস পাবে

    Note: Not available
    1. Report
  4. Question: ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে পুকুর, খাল-বিল এ ফেললে পরিবেশের দুষণ ঘটবে। নিচের কোনটি এ ধরনের দূষণের কারণ হতে পারে?

    A
    গাছ কাটা

    B
    যানবাহনের ধোঁয়া

    C
    কলকারখানার বর্জ্য

    D
    যানবাহনের শব্দ

    Note: Not available
    1. Report
  5. Question: পরিবেশ দূষণের ফলে কোনটি ঘটে?

    A
    পরিবেশ পরিচ্ছন্ন হয়

    B
    কল-কারখানা বৃদ্ধি পায়

    C
    জীবের বিলুপ্তি ঘটে

    D
    পৃথিবীর তাপমাত্রা কমে

    Note: Not available
    1. Report
  6. Question: পৃথিবীর তাপমাত্রা বৃষ্টির ফলে কোনটি ঘটে?

    A
    সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে

    B
    পানি জমে বরফে পরিণত হয়

    C
    ফসল ভালো ফলে

    D
    আবহাওয়া বসবাস উপযোগী

    Note: Not available
    1. Report
  7. Question: আবির বেড়াতে যাবে বলে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছে। বাস থেকে নির্গত কালো ধোঁয়া আকাশ ছেয়ে দিল। এটি পরিবেশের কী সৃষ্টি করবে?

    A
    বায়ু দূষণ

    B
    মাটি দূষণ

    C
    পান দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  8. Question: তুষাদের বাড়ির পাশের স্তুপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণ থেকে কোনটি হতে পারে?

    A
    ভূমিকম্প

    B
    এসিড বৃষ্টি

    C
    জর্মরোগ

    D
    অবসন্নতা

    Note: Not available
    1. Report
  9. Question: রন্তুর মা সবসময় গ্রামের পুকুরে কাপড় ধৌত করেন। রন্তুর মায়ের কাজটি পুকরের কোন ক্ষতি করবে?

    A
    ভরাট করবে

    B
    পানি দূষণ করবে

    C
    পানি স্বচ্ছ করবে

    D
    কাজের উপযোগী করবে

    Note: Not available
    1. Report
  10. Question: তোমার বাড়ির পুকুরে মাছ চাষ করেছ। কিছুদিন পর কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার ফলে মাছগুলো মারা যেতে লাগল। কী কারণে পুকুরের মাছ মারা যাচ্ছে।

    A
    পানি দূষিত হওয়ায়

    B
    সার ব্যবহার করায়

    C
    মাছের পরিমাণ বেশি হওয়ায়

    D
    বর্জ্য অপসারিত হওয়ায়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd