বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: গৃহকর্মী হামিদা ময়লা পুকুরের পানিতে গোসল করায় গায়ে চুলকানির লক্ষণ দেখা দিয়েছে। হামিদার কোন রোগ হয়েছে?

    A
    ডায়রিয়া

    B
    বসন্ত

    C
    চাইফয়েড

    D
    চর্মরোগ

    Note: Not available
    1. Report
  2. Question: শিফা সুন্দরবনে বেড়াতে যেয়ে দেখলো এক তেলবাহী জাহাজের দুর্ঘটনায় জাহাজের সমস্ত তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কোনটির দূষণ ঘটাবে?

    A
    বায়ু দূষণ

    B
    মাটি দূষণ

    C
    পানি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  3. Question: ঝুমার বাবা শিল্প কারখানা রয়েছে এমন এলাকায় নতুন বাসা নিয়েছে। কারখানার তীব্র আওয়াজ তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। ঝুমার পরিবারের সমস্যার কারণ কোনটি?

    A
    মাটি দূষণ

    B
    বায়ু দূষণ

    C
    পানি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  4. Question: সিয়ামদের বাসায় বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ পায়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে?

    A
    মাটি দূষণ

    B
    পানি দূষণ

    C
    বায়ু দূষণ

    D
    শব্দদূষণ

    Note: Not available
    1. Report
  5. Question: তোমার এলাকায় একটি ইটের ভাটা আছে। ভাটাটিতে প্রতিনিয়ত ইট পোড়ানো হচ্ছে। এক্ষেত্রে পরিবেশের কোন দূষণটি ঘটবে?

    A
    পানি দূষণ

    B
    শব্দ দূষণ

    C
    মাটি দূষণ

    D
    বায়ু দূষণ

    Note: Not available
    1. Report
  6. Question: তোমার বাবা ফসল বেশি উৎপাদনের উদ্দেশ্যে জমিতে রাসায়নিক সার ব্যবহার করল। এ সার বৃষ্টির পানির সাথে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে?

    A
    বায়ু দূষণ

    B
    মাটি দূষণ

    C
    মাটি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  7. Question: হঠাৎ আওয়াজ, গোলমাল, বিভিন্ন শব্দের আমাদের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। এ দূষণের ফলে নিচের কোন সমস্যা তৈরি হতে পারে। এ দূষণের ফলে নিচের কোন সমস্যাটি হতে পারে?

    A
    হাতে সমস্যা

    B
    চোখে সমস্যা

    C
    কানে সমস্যা

    D
    মুখে সমস্যা

    Note: Not available
    1. Report
  8. Question: তুমি গ্রামের বাড়িতে গিয়ে পুকুর পাড়ে হাঁটছ। হঠাৎ দেখলে পাড় ঘেঁষা একটি ঝুলন্ত পায়খানা। এ ধরনের পায়খানা থেকে কী সমস্যা হতে পারে?

    A
    পানি নিরাপদ রাখবে

    B
    পানি দূষিত করবে

    C
    পানি স্বচ্ছতা বাড়াবে

    D
    পানিকে কাজে উপযোগী করবে

    Note: Not available
    1. Report
  9. Question: হঠাৎ আওয়াজ, গোলমাল, বিভিন্ন শব্দের আমাদের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। এ দূষণের ফলে নিচের কোন সমস্যা তৈরি হতে পারে। এ দূষণের ফলে নিচের কোন সমস্যাটি হতে পারে?

    A
    হাতে সমস্যা

    B
    চোখে সমস্যা

    C
    কানে সমস্যা

    D
    মুখে সমস্যা

    Note: Not available
    1. Report
  10. Question: তোমার বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালিন বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চ স্বরে মিউজিক প্লে করল, তুমি পরীক্ষায় ভালো লিখতে পারলে না। কিসের প্রভাবে তোমার এমন হলো

    A
    মাটি দূষণ

    B
    পানি দূষণ

    C
    শব্দ দূষণ

    D
    বায়ু দূষণ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd