বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তোমার বোন ডায়রিয়াতে ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?

    A
    ছাঁকন

    B
    ফুটানো

    C
    থিতানো

    D
    রাসায়নিক পদার্থ মিশানো

    Note: Not available
    1. Report
  2. Question: একটি গ্রামে খাবার পানির জন্য শুধুমাত্র নদী ও পুকুরের পানি আছে। এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?

    A
    ২০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে পান করবে

    B
    ১০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে পান করবে

    C
    ১০ মিনিট ফিল্টার করে পান করবে

    D
    ২০ মিনিট সূর্যের আলোতে রেখে পান করবে

    Note: Not available
    1. Report
  3. Question: তোমাদের এলাকায় বন্যার সময় নিরাপদ পানি পাওয়া যায় না। এ সময় কী মিশিয়ে তুমি পানি নিরাপদ করবে?

    A
    ফরমালিন

    B
    কৃত্রিম রং

    C
    স্যাকারিন

    D
    ফিটকিরি

    Note: Not available
    1. Report
  4. Question: ঘুর্ণিঘরের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কোনটি?

    A
    থিতানোর মাধ্যমে

    B
    ছাঁকন প্রক্রিয়ায়

    C
    ফুটানোর মাধ্যমে

    D
    রাসায়নিক পদার্থ মিশিয়ে

    Note: Not available
    1. Report
  5. Question: কদা ও বালিযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ করা যায়?

    A
    তিথানো `=>` ফুটানো

    B
    ছাঁকন `=>` থিতানো

    C
    থিতানো `=>` ছাঁকন

    D
    ট্যাবলেট মেশানো `=>` ছাঁকন

    Note: Not available
    1. Report
  6. Question: জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে কীসে পরিণত হয়?

    A
    পানি

    B
    মেঘ

    C
    বৃষ্টি

    D
    বরফ

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ?

    A
    ময়লা ও আবর্জনা

    B
    ভুগর্ভস্থ আর্সেনিক

    C
    কীটনাশকের ব্যবহার

    D
    কলকারখানার বর্জ্য

    Note: Not available
    1. Report
  8. Question: পুকুর বা নদীর পানি পানের জন্য পুরোপুরি নিরাপদ হয়-

    A
    থিতালে

    B
    ফুটিয়ে নিলে

    C
    অল্প ফিটকিরি মিশালে

    D
    ফুটানোর পর ছেঁকে

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না?

    A
    মাটি

    B
    খনিজ

    C
    পোশাক

    D
    পানি

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি পানির প্রাকৃতিক উৎস?

    A
    পুকুর

    B
    বৃষ্টি

    C
    নলকূপ

    D
    দীঘি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd