বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তোমার এলাকায় বিদ্যুতের সংকট হওয়ায় তুমি বায়ু প্রবাহের সাহায্যে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা করলে। এই বিদ্যুৎ তুমি কীভাবে উৎপাদন করবে?

    A
    টারবাইন ঘুরিয়ে

    B
    হাতপাখা ঘুরিয়ে

    C
    ভেজা বস্তুর মাধমে

    D
    পাল তুলে

    Note: Not available
    1. Report
  2. Question: তুলি তার ভেজা চুল শুকাতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। যন্ত্রটির নাম কী?

    A
    আয়রণ মেশিন

    B
    হেয়ার ড্রায়ার

    C
    অগ্নি নির্বাপক যন্ত্র

    D
    সিলিন্ডার

    Note: Not available
    1. Report
  3. Question: করিমন সাইকেল নিয়ে পথে বের হলে সাইকেলের টায়ার হঠাৎ ছিদ্র হয়ে যায়। সাইকেলটি সক্রিয় করতে চায়ার ফোলানোর প্রয়োজন। এটি ফোলাতে তিনি কী ব্যবহার করবেন?

    A
    পানি

    B
    তেল

    C
    বায়ু

    D
    গ্যাস

    Note: Not available
    1. Report
  4. Question: পর্বত আরোহন করা নিশাতের এক প্রকার সখ। তিনি পর্বত আরোহনের সময় কোনটি ব্যবহার করবেন?

    A
    অক্সিজেন

    B
    কার্বনডাই অক্সাইড

    C
    নাইট্রোজেন

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  5. Question: শাহীনের বিয়েতে অতিথিদের কোকা-কোলা খাওয়ানো হয়। এই পানীয়র ঝাঁঝালো ভাব রাখতে কোনটি ব্যবহার করা হয়?

    A
    নাইট্রোজেন

    B
    অক্সিজেন

    C
    কার্বন ডাই অক্সাইড

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  6. Question: হাসপাতালে আগুন নেভানোর জন্য সতর্কতামূলক অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রে কী থাকে?

    A
    অক্সিজেন

    B
    কার্বন ডাই অক্সাইড

    C
    নাইট্রোজেন

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  7. Question: তুমি যে খাদ্য গ্রহণ কর তা ভেঙ্গে শাস্তি উৎপন্ন হয়। এক্ষেত্রে কোনটি ভূমিকা পালন করে?

    A
    অক্সিজেন

    B
    নাইট্রোজেন

    C
    কার্বন ডাই অক্সাইড

    D
    ক্লোরোফিল

    Note: Not available
    1. Report
  8. Question: তোমাদের বাড়িতে একটি মাটির ঘর বানানো হবে। মিস্ত্রিরা অনেক ঝরঝরে মাটি উঠানে এনে জমা করল। ঝরঝরে মাটির কণার ফাঁকে কী থাকে?

    A
    বালি

    B
    পাথর

    C
    বায়ু

    D
    সিমেন্ট

    Note: Not available
    1. Report
  9. Question: তোমার বাবা জমিতে ইউরিয়া সার দেন। কোন উপাদান ব্যবহার করে এই সার তৈরি করা হয়?

    A
    অক্সিজেন

    B
    হাইড্রোজেন

    C
    কার্বন ডাইঅক্সা্ড

    D
    নাইট্রোজেন

    Note: Not available
    1. Report
  10. Question: মাছ, মাংস, ফল, চিপস টিন বা প্যাকেট সংরক্ষণ করা হয়। এতে কোন উপাদানটি ব্যবহার করা হয়?

    A
    অক্সিজেন

    B
    সালফার

    C
    নাইট্রোজেন

    D
    জলীয়বাষ্প

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd