বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: ইটের ভাটায় ইট পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?

    A
    অক্সিজেন

    B
    নাইট্রোজেন

    C
    নিয়ন

    D
    কার্বন ডাই অক্সাইড

    Note: Not available
    1. Report
  2. Question: দূষিত বায়ুর প্রভাবে মানুষের কোন রোগটি হয়?

    A
    টাইফয়েড

    B
    কলেরা

    C
    হাঁপানি

    D
    আমাশয়

    Note: Not available
    1. Report
  3. Question: নীলা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সে সরাসরি কী পায়?

    A
    বিদ্যুৎ

    B
    তাপ

    C
    খাদ্য

    D
    শব্দ

    Note: Not available
    1. Report
  4. Question: শীতকালে ঘরের মধ্যে অতিরিক্ত ঠাণ্ডা অনুভূত হয়। এমতাবস্থায় ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী করবে?

    A
    ঘরের ভেতর ব্যায়াম করবে

    B
    দরজা-জানালা খোলা রাখবে

    C
    রুমের এক প্রান্তে হিটার জ্বালাবে

    D
    রুমের কোনো বাতি জ্বালাবে না

    Note: Not available
    1. Report
  5. Question: বিজ্ঞানীরা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছে। এতে সূর্যের কোন শক্তিকে কাজে লাগানো হচ্ছে?

    A
    তাপ

    B
    আলো

    C
    গ্যাস

    D
    শব্দ

    Note: Not available
    1. Report
  6. Question: জ্বালানি তেল একটি অনবায়নযোগ্য সম্পদ। জ্বালানি তেলে কোন শক্তি সঞ্চিত থাকে?

    A
    তাপ শক্তি

    B
    আলোক শক্তি

    C
    রাসায়নিক শক্তি

    D
    যান্ত্রিক শক্তি

    Note: Not available
    1. Report
  7. Question: সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে আমরা কী বলি?

    A
    চুম্বক বিদ্যুৎ

    B
    সৌর বিদ্যুৎ

    C
    রাসায়নিক বিদ্যুৎ

    D
    তাপ বিদ্যুৎ

    Note: Not available
    1. Report
  8. Question: আমরা যে খাবার খাই তার মধ্যে কী থাকে?

    A
    শক্তি

    B
    রং

    C
    বিদ্যুৎ

    D
    আলো

    Note: Not available
    1. Report
  9. Question: কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে কীভাবে শক্তির রূপান্তর ঘটছে?

    A
    তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে

    B
    বিদ্যুৎ শক্তি গতি শক্তিতে

    C
    গতি শক্তি বিদ্যুৎ শক্তিতে

    D
    বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে

    Note: Not available
    1. Report
  10. Question: পিয়াসের ডালিম গাছটি সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। গাছটি তার খাদ্য তৈরির সময় সৌর শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?

    A
    তাপ শক্তিতে

    B
    যান্ত্রিক শক্তিতে

    C
    রাসায়নিক শক্তিতে

    D
    বিদ্যুৎ শক্তিতে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd