বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। এগুলো কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?

    A
    পরিবহন

    B
    পরিচলন

    C
    বিকিরণ

    D
    পরিবহন ও পরিচলন

    Note: Not available
    1. Report
  2. Question: একটি বিকারে তুমি বরফ খন্ড নিলে, মোমবাতি দিয়ে বিকারটির নিচে তাপ দাও। বিকারের সমস্ত পানি যে পদ্ধতিতে গরম হয়ে উঠল তাকে কী বলে?

    A
    পরিবহন

    B
    পরিচলন

    C
    বিকিরণ

    D
    পরিবহন ও বিকিরণ

    Note: Not available
    1. Report
  3. Question: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া রয়েছে। কোনটি তাপ সঞ্চালনের প্রক্রিয়া নয়?

    A
    পরিবহন

    B
    পরিচলন

    C
    বিকিরণ

    D
    প্রতিফলন

    Note: Not available
    1. Report
  4. Question: সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। এগুলো কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?

    A
    পরিবহন

    B
    পরিচলন

    C
    বিকিরণ

    D
    পরিবহন ও পরিচলন

    Note: Not available
    1. Report
  5. Question: তুমি একটি পাত্রে পানি নিয়ে চুলায় বসালে। তুমি কি লক্ষ করবে?

    A
    পাত্রের নিচের অংশের পানি উপরে উঠে আসছে

    B
    পাত্রেরেউপরের অংশের পানি ডানপাশে সরে যাচ্ছে

    C
    পাত্রের উপরের অংশের পানি বামপাশে সরে যাচ্ছে

    D
    পাত্রের পানি স্থির আছে

    Note: Not available
    1. Report
  6. Question: সূর্য থেকে আমরা যে প্রক্রিয়ায় তাপ পাই, তা হলো তাপের-

    A
    বিকিরণ

    B
    পরিবহন

    C
    পরিবহন ও পরিচলন

    D
    বিকিরণ

    Note: Not available
    1. Report
  7. Question: “গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো হচ্ছে।” এখানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক?

    A
    নবায়ন হবে

    B
    শেষ হবে

    C
    অপচয় হবে

    D
    যথাযথ ব্যবহার হবে

    Note: Not available
    1. Report
  8. Question: স্বর্ণা দিনের বেলা পড়তে বসার সময় বাতি নিভিয়ে জানালা খুলে দেয়। স্বর্ণ দিনের আলো ব্যবহার করে কেন?

    A
    বাতির আলো অস্বস্থ্যকর

    B
    জানাল দিয়ে উত্তম আলো আসে

    C
    শক্তি সংরক্ষণ করতে

    D
    বিল কমাতে

    Note: Not available
    1. Report
  9. Question: আমরা দৈনন্দিন নানান কাজে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি নিচের কোন ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়?

    A
    মোমবাতি জ্বালাতে

    B
    সািইকেল চালাতে

    C
    টেলিভিশন দেখতে

    D
    স্কুলে ঘন্টা বাজাতে

    Note: Not available
    1. Report
  10. Question: আমরা যে তেল, কয়লা, গ্যাস খরচ করছি তা ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে। ফলে কী ঘটবে?

    A
    মোমবাতি জ্বালাতে

    B
    এগুলো আবার ফেরত পাব

    C
    এগুলোর আর ফিরে পাব না

    D
    এগুলোর মজুদ বৃদ্ধি পাচ্ছে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd