বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: এক গ্লাস পানি থেকে যদি পর্যাপ্ত পরিমাণ তাপ সরিয়ে নেওয়া হয়, তাহলে পানি-

    A
    ফুটতে শুরু করবে

    B
    কঠিন বস্তুতে পরিণত হবে

    C
    গ্যাসে পরিণত হবে

    D
    পানির ওজন বৃদ্ধি পাবে

    Note: Not available
    1. Report
  2. Question: টিনার পদার্থবিজ্ঞান শিক্ষক বলেন পানি অসংখ্য অণু দ্বারা গঠিত। এই অণুসমূহ পদার্থে তিন অবস্থায় থাকে। তার মতে বরফে বাষ্প তৈরীর ক্ষেত্রে কোনটি সঠিক?

    A
    কঠিন `=>` তরল `=>` বায়বীয়

    B
    তরল `=>` বায়বীয় `=>` কঠিন

    C
    কঠিন `=>` বায়বীয় `=>` তরল

    D
    তরল `=>` কঠিন `=>` বায়বীয়

    Note: Not available
    1. Report
  3. Question: যদি পরমাণুৃগুলোর বন্ধন শিথিল হয়, পরমাণুগুলো যদি চলাচল করতে পারে, কিন্তু এদের গড় দূরত্ব ঠিক থাকে তবে পদার্থটি কোন দশা লাভ করে?

    A
    গ্যাসীয়

    B
    কঠিন

    C
    প্লাজমা

    D
    তরল

    Note: Not available
    1. Report
  4. Question: তরল পদার্থকে তাপ দিয়ে যদি এমন অবস্থায় আনা যায় যে পরমাণুর মধ্যে কোনো বন্ধন থাকে না। তখন পদার্থ কোন দশা লাভ করে?

    A
    গ্যাসীয়

    B
    কঠিন

    C
    তরল

    D
    প্লাজমা

    Note: Not available
    1. Report
  5. Question: রাজন সাইকেল চালাচ্ছে। সে সাইকেল চালানোতে কোন শক্তির প্রয়োগ করছে?

    A
    তাপ শক্তি

    B
    পেশি শক্তি

    C
    শব্দ শক্তি

    D
    আলো শক্তি

    Note: Not available
    1. Report
  6. Question: তোমার কাঠের একটি পেন্সিল বক্স আছে। বক্সটি এক ধরনের কী?

    A
    শক্তি

    B
    আলো

    C
    তাপ

    D
    পদার্থ

    Note: Not available
    1. Report
  7. Question: কয়লা ও তেল এর মধ্যে রাসায়নিক শক্তি জমা আছে। এ থেকে আমরা কোন শক্তি উৎপন্ন করতে পারি?

    A
    তাপ

    B
    আলো

    C
    বিদ্যুৎ

    D
    শব্দ

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোন বৈশিষ্ট্যের কারণে লোহা একটি কঠিন পদার্থ?

    A
    পরমাণুগুলোর মধ্যে বন্ধন দৃঢ় থাকে

    B
    পরমাণুগুলোর মধ্যে বন্ধন শিথিল থাকে

    C
    পরমাণুগুলোর মধ্যে বন্ধুন থাকে না

    D
    সহজে এর আকার পরিবর্তন করা যায়

    Note: Not available
    1. Report
  9. Question: বিদ্যুৎ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?

    A
    তড়িৎ শক্তি

    B
    আলোক শক্তি

    C
    তাপ শক্তি

    D
    শব্দ শক্তি

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি শক্তির অপচয় রোধে ভূমিকা পালন করে?

    A
    ঘরের আসবাবপত্র গুছিয়ে রাখা

    B
    নিয়মিত থালাবাসন ধৌত করা

    C
    অপ্রয়োজনীয় বাতির সুইচ বন্ধ করা

    D
    বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd