বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর এক ধরনের চাপ প্রয়োগ করে এই চাপ প্রয়োগ করে এই চাপকে কী বলে?

    A
    নিম্নচাপ

    B
    বায়ুচাপ

    C
    ঊর্ধ্বচাপ

    D
    ওজন

    Note: Not available
    1. Report
  2. Question: বায়ু সবসময় একটি নির্দিষ্ট নিয়ম মেনে প্রবাহিত হয়। এই নিয়ম অনুযায়ী বায়ু প্রবাহের দিক কোনটি?

    A
    নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে

    B
    উচ্চচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে

    C
    বায়ু চারদিকে প্রবাহিত হয়

    D
    বায়ু বিক্ষিপ্তভাবে প্রবাহিত হয়

    Note: Not available
    1. Report
  3. Question: রবিন জানলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণের সাথে আবহাওয়ার একটি উপাদান সম্পর্কিত, আবহাওয়ার উপাদানটির নাম কী?

    A
    শুষ্ক বায়ু

    B
    উষ্ণবায়ু

    C
    আর্দ্রতা

    D
    তাপমাত্রা

    Note: Not available
    1. Report
  4. Question: সোহাগদের বাড়ি দিনাজপুর। শীতকালে তাদের এলাকায় শীতের প্রকোপ বেশি থাকে। এই সময় কোন দিক থেকে শীতল বাতাস আসে?

    A
    পূর্ব

    B
    পশ্চিম

    C
    উত্তর

    D
    দক্ষিণ

    Note: Not available
    1. Report
  5. Question: বাতাসের উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কমার সাথে সাথে আবহাওয়ার অন্য একটি উপাদানের পরিমাণও কমে। এ উপাদানটির নাম কী?

    A
    বৃষ্টিপাত

    B
    বায়ুচাপ

    C
    তাপমাত্রা

    D
    আর্দ্রতা

    Note: Not available
    1. Report
  6. Question: বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়?

    A
    বায়ুর তাপমাত্রা বেশি বলে

    B
    বায়ুর চাপ বেশি বলে

    C
    বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে

    D
    বায়ু শুষ্ক বলে

    Note: Not available
    1. Report
  7. Question: বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়?

    A
    বায়ুর তাপমাত্রা বেশি বলে

    B
    বায়ুর চাপ বেশি বলে

    C
    বায়ুতে জলীয় জলীয় বাষ্প বেশি বলে

    D
    বায়ু শুষ্ক বলে

    Note: Not available
    1. Report
  8. Question: বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ হয়?

    A
    কতটা গরম বা ঠান্ডা

    B
    বায়ুর চাপ বেশি বলে

    C
    জলীয় বাষ্প কম না বেশি

    D
    রোদ কম না বেশি

    Note: Not available
    1. Report
  9. Question: কখন বৃষ্টি হতে পারে, যখন বায়ু-

    A
    ঠান্ডা থেকে

    B
    গরম ও আর্দ্র থাকে

    C
    স্বাভাবিক তাপমাত্রায় ও শীতল থাকে

    D
    উষ্ণ ও শুষ্ক থাকে

    Note: Not available
    1. Report
  10. Question: বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ হয়?

    A
    কতটা গরম বা ঠান্ডা

    B
    বায়ুর চাপ বেশি বলে

    C
    জলীয় বাষ্প কম না বেশি

    D
    রোদ কম না বেশি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd