বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তোমার এলাকার আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কিন্তু হঠাৎ অতি গরমে অনেক লোক অসুস্থ হয়ে পড়লো। এরূপ আবহাওয়াকে কী বলে?

    A
    বিরূপ আবহাওয়া

    B
    উষ্ণ আবহাওয়া

    C
    শীতল আবহাওয়া

    D
    শুষ্ক আবহাওয়া

    Note: Not available
    1. Report
  2. Question: করিম গ্রীষ্মকালে ছুটিতে মামার বাড়ি গেলে সেখানে হঠাৎ তাপমাত্রা কমে গেল। সূর্যের আলো দেখা গেল না। তাপমাত্রা কমে যাওয়ার এই অবস্থাকে কী বলে?

    A
    শৈত্যপ্রবাহ

    B
    বন্যা

    C
    তাপদাহ

    D
    খরা

    Note: Not available
    1. Report
  3. Question: শফিক শীতকালে ছুটিতে মামার বাড়ি গেল সেখানে হঠাৎ তাপমাত্রা কমে গেল। সূর্যের আলো দেখা গেল না। তাপমাত্রা কমে যাওয়ার এই অবস্থাকে কী বলে?

    A
    শৈতপ্রবাহ

    B
    বন্যা

    C
    তাপদাহ

    D
    খরা

    Note: Not available
    1. Report
  4. Question: তোমার দেশে জুন-সেপ্টেম্বর মাসে এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। এটি কী কারণে ঘটে থাকে?

    A
    বৃষ্টিপাতের জন্য

    B
    অধিক তাপমাত্রা

    C
    ভূ-প্রকৃতির কারণে

    D
    খরার কারণে

    Note: Not available
    1. Report
  5. Question: দীপু বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে বাস করে। এই অঞ্চলে কোন দুর্যোগ সৃষ্টি হয়?

    A
    বন্যা

    B
    খরা

    C
    জলোচ্ছাস

    D
    টলোডো

    Note: Not available
    1. Report
  6. Question: অনুরাগ লঞ্চে করে বাড়ি যাচ্ছিল। বিকেলে সঞ্চারণশীল ধূসর মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া সৃষ্টি করে। এই ঝড়ো হাওয়ার নাম কী?

    A
    বৃষ্টি

    B
    টর্নোডো

    C
    কালবৈশাখী

    D
    ঘূর্ণিজড়

    Note: Not available
    1. Report
  7. Question: সোমেন ব্রাক্ষ্মনবাড়িয়া বেড়াতে গেল। দূর, থেকে দেখল ফানেলের আকৃতির মতো ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ যা বর্জ্যমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত। এ দুর্যোগটির নাম কী?

    A
    খরা

    B
    বন্যা

    C
    কালবৈশাখী

    D
    টর্নেডো

    Note: Not available
    1. Report
  8. Question: আবির তার অফিসের কাজে সেন্টমার্টিন গেলে সেখানে নিম্নচাপের ফলে সামদ্রিক বজ্রঝড় শুু হয়? আবির কোন ঝড়ের কবলে পড়ে?

    A
    কালবৈশাখী

    B
    ঘুর্ণিঝড়

    C
    টর্নেডো

    D
    বন্যা

    Note: Not available
    1. Report
  9. Question: উচ্চচাপে উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এটি কী নামে পরিচিত?

    A
    ঘূর্ণিঝড়

    B
    জলোচ্ছ্বাস

    C
    কালবৈশাখী

    D
    ভূমিকম্প

    Note: Not available
    1. Report
  10. Question: উজ্জ্বলের বাবা গত বছর বৈশাখ মাসে লঞ্চে করে চাঁদপুর যাচ্ছিল। হঠাৎ উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপের সৃষ্টি করায় লঞ্চটি ডুবে গেল। নিম্নচাপ সৃষ্টি করা বৈশাখ মাসের এই ঝড়কে কী বলে?

    A
    কালবৈশাখী

    B
    ঘূর্ণিঝড়

    C
    টর্নেডো

    D
    সাইক্লোন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd