Question: সোমেন ব্রাক্ষ্মনবাড়িয়া বেড়াতে গেল। দূর, থেকে দেখল ফানেলের আকৃতির মতো ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ যা বর্জ্যমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত। এ দুর্যোগটির নাম কী?
Question: উজ্জ্বলের বাবা গত বছর বৈশাখ মাসে লঞ্চে করে চাঁদপুর যাচ্ছিল। হঠাৎ উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপের সৃষ্টি করায় লঞ্চটি ডুবে গেল। নিম্নচাপ সৃষ্টি করা বৈশাখ মাসের এই ঝড়কে কী বলে?