Question: জিনাত কক্সবাজার সমুদ্র এলাকায় বাস করে। সেখানে দিনের সবসময় প্রচুর বাতাস বয়ে যায়। জিনাত জানে যে এই বাতাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। এই প্রক্রিয়াতে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
Question: টগর একটি ম্যাগাজিনে পড়লো যে, বিভিন্ন ধলনের গ্যাস মেঘের সাথে মিশে গিয়ে জীবের জন্য ক্ষতিকর এক প্রকার বৃষ্টি সৃষ্টি করে। টগরের পড়া এই বৃষ্টির নাম কী?
Question: জবা গ্রামে বেড়াতে গিয়ে দেখলো সেখানে নতুন ফসল কেটে ঘরে উঠানোর কাজ চলছে। তার মা-চাচিরা ফসল ঝেড়ে তা থেকে ময়লা দূর করছে যাতে বায়ু প্রবাহকে কাজে লাগানো হচ্ছে। এটিকে কাজে লাগিয়ে আর কী করা যায়?