বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তোমার মা প্রতিদিন দিনের বেলা ঘরে আলো না জ্বালিয়ে সব জানালা খুলে দেন। তিনি সারাদিন জানালা দিয়ে আসা আলোতেই কাজ করেন। এটি তিনি কেন করেন?

    A
    বৈদ্যুতিক আলো অস্বাস্থ্যকর বলে

    B
    দিনের আলো উত্তম বলে

    C
    শক্তি সংরক্ষণ করতে

    D
    বিল বাড়াতে

    Note: Not available
    1. Report
  2. Question: রতম সাফ গেমসে সাইকেল প্রতিযোগিতা দেখছে। এতে প্রতিযোগিরা কোন শক্তি প্রয়োগ করছে?

    A
    পেশি শক্তি

    B
    তাপ শক্তি

    C
    শব্দ শক্তি

    D
    আলোক শক্তি

    Note: Not available
    1. Report
  3. Question: প্রতিদিন সকালে অহনা হারমোনিয়াম বাজিয়ে গানের অনুশীলন করে। তার ব্যবহৃত যন্ত্র থেকে শক্তি কোন রূপে ভেসে আসে?

    A
    তাপ রূপে

    B
    শব্দ রূপে

    C
    আলোক রূপে

    D
    বিদ্যুৎ রূপে

    Note: Not available
    1. Report
  4. Question: রবি খেলতে খেলতে তার খেলনার স্প্রিং টেনে লম্বা করলো। এখানে সে কী প্রয়োগ করলো?

    A
    তাপ

    B
    চাপ

    C
    বল

    D
    শব্দ

    Note: Not available
    1. Report
  5. Question: তুমি বাসার চেয়ার টেপবিলে বসে লেখাপড়া কর। এই চেয়ার টেবিলকে কী বলে?

    A
    শক্তি

    B
    আলো

    C
    তাপ

    D
    পদার্থ

    Note: Not available
    1. Report
  6. Question: উদ্বিদ সূর্যালোক শোষণ করে খাদ্য তৈরি করে এবং নিজে বৃদ্ধি পায়। এক্ষেত্রে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

    A
    রাসায়নিক শক্তি

    B
    বিদ্যুৎ শক্তি

    C
    তাপ শক্তি

    D
    চুম্বক শক্তি

    Note: Not available
    1. Report
  7. Question: সৌর বদ্যিুৎ উৎপাদিত হয় কোনটি থেকে

    A
    চাঁদের আলো

    B
    তারার আলো

    C
    সূর্যের আলো

    D
    টর্চের আলো

    Note: Not available
    1. Report
  8. Question: রহিমের দাদী মাটির চুলায় কাঠকয়লা, আর শুকনা পাতা পুড়িয়ে রান্নার কাজ করে। এক্ষেত্রে শক্তির কোন ধরনের রূপান্তর হয়?

    A
    আলোক শক্তি তাপ শক্তিতে

    B
    তাপ শক্তি রাসায়নিক শক্তিতে

    C
    আলোক শক্তি রাসায়নিক শক্তিতে

    D
    রাসায়নিক শক্তি তাপ শক্তিতে

    Note: Not available
    1. Report
  9. Question: সাধারণত গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ সঞ্চালিত হয়। কয়টি পদধতিতে এটি ঘটে?

    A

    B

    C
    4

    D
    5

    Note: Not available
    1. Report
  10. Question: করিম মিয়া একজন দিন মজুর। সে দিনে ৫০-৬০ বস্তু বালু মাথায় তুলে এক স্থান থেকে অন্যস্থানে নেয়। করিম মিয়ার বস্তু বহন করার এই সমর্থ্যকে কী বলে?

    A
    ক্ষমতা

    B
    বল

    C
    শক্তি

    D
    চাপ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd