বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তুমি প্রতিদিন টেলিভিশনে কার্টুন দেখ। এক্ষেত্রে টিভি চালাতে তুমি কী ব্যবহার করছো?

    A
    আলোক শক্তি

    B
    বিদ্যুৎ শক্তি

    C
    তাপ শক্তি

    D
    যান্ত্রিক শক্তি

    Note: Not available
    1. Report
  2. Question: বিদ্যুৎ চলে গেলে তোমার বাসায় জেনারেটরের মাধ্যমে বাতি ও পাখা চালান তোমার বাবা। যন্ত্রটি থেকে তোমার কী পাও?

    A
    তাপ

    B
    চাপ

    C
    গতি

    D
    শক্তি

    Note: Not available
    1. Report
  3. Question: আমরা বেঁচে থাকতে খাদ্য গ্রহণ করি। এই খাদ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

    A
    যান্ত্রিক শক্তি

    B
    তাপ শক্তি

    C
    আলোক শক্তি

    D
    শব্দ শক্তি

    Note: Not available
    1. Report
  4. Question: মিানুষ তার প্রয়োজনে ক্রমাগত কয়লা, তেল, গ্যাস খরচ করছে। এর পরিণামে কী ঘটবে?

    A
    এগুলোর পরিমাণ বাড়বে

    B
    এগুলোর মজুদ বেড়ে যাবে

    C
    এগুলো আর ফিরে পাব না

    D
    এগুলো আবার ফিরে পাব

    Note: Not available
    1. Report
  5. Question: আমরা সকল কাজ করি শক্তি ব্যবহার করে। এ শক্তি আমরা পাই কোথা থেকে?

    A
    খাদ্য থেকে

    B
    ব্যায়াম থেকে

    C
    ওষুধ থেকে

    D
    ঘুম থেকে

    Note: Not available
    1. Report
  6. Question: পদার্থ তিনটি দশায় অবস্থান করতে পারে। প্রতিটি দশাতেই অবস্থান করতে পারে এমন পদার্থ হলো-

    A
    বায়ু

    B
    লোহা

    C
    পানি

    D
    পারদ

    Note: Not available
    1. Report
  7. Question: আমাদের শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত খাদ্য গ্রহণ প্রয়োজন। কোন জাতীয় খাদ্য শরীর সুস্থ রাখার প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি সরবরাহ করে?

    A
    শর্করা

    B
    আমিষ

    C
    স্নেহ

    D
    সুষম খাদ্য

    Note: Not available
    1. Report
  8. Question: তুমি এবং তোমার বাবার খাদ্য ও পুষ্টির চাহিদা ভিন্ন। এই ভিন্নতা কী অনুযাায়ী নির্ধারণ করা হয়?

    A
    বয়স ও জ্ঞান

    B
    বয়স ও উচ্চতা

    C
    বয়স ও কাজের ধরণ

    D
    উচ্চতা ও ওজন

    Note: Not available
    1. Report
  9. Question: আমরা যদি নিয়মিত অতিরিক্ত খাবার খাই তাহলে আমাদের দেহ কীরূপ হয়?

    A
    রোগাক্রান্ত

    B
    পাতলা

    C
    কাটো

    D
    ওজন বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  10. Question: আমরা যদি প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করি তাহলে কী সমস্যা হবে?

    A
    শরীর সবল হবে

    B
    শরীর মোটা হবে

    C
    শরীর দুর্বল জহবে

    D
    শরীর কর্মক্ষম হবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd