বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: বয়ঃসন্ধিকালে শরীরে কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?

    A
    চুল পেকে যাওয়া

    B
    দ্রুত লম্বা হওয়া

    C
    ত্বক মসৃণ হওয়া

    D
    ঘাম কম হওয়া

    Note: Not available
    1. Report
  2. Question: রাসেল ও রতন দ্রুত লম্বা হচ্ছে। তাদের কোন সময় চলছে?

    A
    শৈশবকাল

    B
    বাল্যকাল

    C
    যৌবনকাল

    D
    বয়ঃসন্ধিকাল

    Note: Not available
    1. Report
  3. Question: ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয় কোন সময়ে?

    A
    শিশু অবস্থায়

    B
    যৌবনকালে

    C
    বয়ঃসন্ধিকালে

    D
    বৃদ্ধা বয়সে

    Note: Not available
    1. Report
  4. Question: বয়ঃসন্ধিকালে কীভাবে শরীরের যত্ন নিতে হবে?

    A
    সুন্দর জামাকাপড় পড়তে হবে

    B
    বেশি বেশি খেতে হবে

    C
    পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে

    D
    বেশি করে ঘুমাতে হবে

    Note: Not available
    1. Report
  5. Question: পানিবাহিত রোগ কোনটি?

    A
    হাম

    B
    সোয়াইন ফ্লু

    C
    ইবোলা

    D
    ডায়রিয়া

    Note: Not available
    1. Report
  6. Question: মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে?

    A
    কার্বাইড

    B
    ফরমালিন

    C
    ব্যাকটেরিয়া

    D
    লবণ

    Note: Not available
    1. Report
  7. Question: ডেঙ্গু মশার আবাসস্থল কোনটি?

    A
    পুকুরের পানি

    B
    গাছের ডাল

    C
    টবের পানি

    D
    ঘরের খাট

    Note: Not available
    1. Report
  8. Question: রিফাতের মামা একজন বিজ্ঞানী। সে রোজ বাড়ির ছাদে একটি যন্ত্র দিয়ে মহাকাশে কোনো কিছু খোঁজে। এক্ষেত্রে রিফাতের মমা কী যন্ত্র ব্যবহার করে?

    A
    অনুবীক্ষণ যন্ত্র

    B
    দূরবীণ

    C
    ক্যামেরা

    D
    টেলিস্কোপ

    Note: Not available
    1. Report
  9. Question: শরিফ পরিবেশ উন্নয়নে কাজ করতে গিয়ে বুঝতে পারলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় বৈশিক উঞ্চায়ন সৃষ্টি হয়েছে । এই উষ্বতা কী কারনে সৃষ্টি হচ্ছে ।

    A
    সচেতনতার ফলে

    B
    পরিবেশের ভারসাম্যোর ফলে

    C
    মানুষের কর্মকান্ডের ফলে

    D
    গাছপালা বৃদ্ধি ফলে

    Note: Not available
    1. Report
  10. Question: রহমান বৈশিক উষ্বায়নের ফলে হিমালয়ের হিমবাহ গলনের একটি ছবি দেখলো । হিমবাহ গলার ফলে কী হবে ।

    A
    পাহাড় ধসে যাবে

    B
    সমুদ্রের পানির উচ্ছতা বৃদ্ধি পাবে

    C
    মেরু অঞ্চল বরফাচ্ছাদিত হবে

    D
    পৃথিবীর তাপমাত্রা কমবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd