বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: দীনা ও টিনা জলবায়ু নিয়ে গবেষনা করছে । টিনা দীনাকে বলল পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে । তাদের আলোচিত তাপমাত্রা বৃদ্ধির বিষয়টিকে কী বলা হয় ?

    A
    স্থানীয় উঞ্চায়ন

    B
    আঞ্চলিক উঞ্চায়ন

    C
    বৈশিক উঞ্চায়ন

    D
    দেশীয় উঞ্চায়ন

    Note: Not available
    1. Report
  2. Question: বাংলাদেশর পরিবেশ রক্ষা পায় এমন নবায়নযোগ্য জ্বালানি কোটি ?

    A
    সৌর শক্তি

    B
    জীবাশ্ন জালানি

    C
    তেল

    D
    পেট্রেলিয়াম

    Note: Not available
    1. Report
  3. Question: মানুষের নানা কর্মকান্ডের কারনে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে । এর ফলে পৃথিবীর কোনটির পরিবর্তন হচ্ছে ?

    A
    আবহাওয়া

    B
    জলবায়ু

    C
    আদ্রতা

    D
    বায়ুচাপ

    Note: Not available
    1. Report
  4. Question: অভিযোজনের উদ্দেশ্য কোনটি ?

    A
    জলবায়ু পরিবর্তনের আগেই তা মোকাবেলা করা

    B
    জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো

    C
    সমাজের বিশৃংখলা ঠিক করা

    D
    শুধু জলবায়ু পরিবর্তনের কারন সবাইকে জানানো

    Note: Not available
    1. Report
  5. Question: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারন কোনটি ।

    A
    হিমালয় পর্বত হতে প্রচুর ঠান্ডা বায়ুর আগমন

    B
    প্রচুর ঝড় ও বন্যা

    C
    পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি

    D
    বৃষ্টির অভাব

    Note: Not available
    1. Report
  6. Question: বৈশিক উঞ্চায়নের ফলে পৃথিবীর কী পরিবর্তন হতে যাচ্ছে ।

    A
    জলবায়ু

    B
    পানি

    C
    তেল

    D
    গ্যাস

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোন গ্যাসটি গ্রিনহাউজের প্রভাব বৃদ্ধি করে ?

    A
    হাইড্রোজেন

    B
    অক্সিজেন

    C
    কার্বন ডাইঅক্সাইড

    D
    নাইট্রোজেন

    Note: Not available
    1. Report
  8. Question: বৈশ্বিক উঞ্চায়ন রোধে নিচের কোন গ্যাসের নিঃসরন কমানো উচিত ?

    A
    অক্সিজেন

    B
    নাইট্রোজেন

    C
    হাইড্রোজেন

    D
    কার্বন ডাইঅক্সাইড

    Note: Not available
    1. Report
  9. Question: উঁচু পর্বতের চূড়ায় পানি কীরুপে থাকে ?

    A
    পানি

    B
    জলীয় বাষ্প

    C
    শিশির

    D
    বরফ

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ?

    A
    অক্সিজেন

    B
    কার্বন ডাইঅক্সাইড

    C
    মিথেন

    D
    জলীয় বাষ্প

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd