Question:সাজ্জাদ সাহেব অফিসের যেকোন সিদ্ধান্ত কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় । আচরনে কোন বৈশিষ্টটি ফুটে উঠেছে ? কর্মক্ষেত্রে উক্ত বিষয়টি ব্যবহার সম্পর্কে চারটি বাক্য লেখ ।
Answer
সাজ্জাদ সাহেবের আচরনে গনতান্ত্রিক মনোভাবের বৈশিষ্ট ফুটে উঠেছে । কর্মক্ষেত্রে গনতান্ত্রিক মনোভাবের ব্যবহার সম্পর্কে চারটি বাক্য - ১. কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যেকোন গুরুত্বপূর্ন বিষয়ে নিয়ে আলোচনা করা উচিত । ২. এর ফলে সকলের বিষয়টির গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবে ৩. কর্মীরা সকলে নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে । ৪. সবার সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত হবে ।