গনতান্ত্রিক মনোভাব
  1. Question:কর্মক্ষেত্রে যে কোন গুরুত্বপুর্ন বিষয়ে কাদের সাথে আলোচনা করা উচিত ? 

    Answer
    সর্বস্তরের সহকর্মীদের সাথে ।

    1. Report
  2. Question:সর্বস্তরের সহকর্মীদের সাথে যেকোনো গুরুত্বপুর্ন বিষয়ে আলোচরা করলে কী হবে ? 

    Answer
    সকলে বিষয়টির গুরুত্ব বুঝতে পারবে ।

    1. Report
  3. Question:আমাদের রাষ্ট পরিচালনার মুলতন্ত্র কী ? 

    Answer
    গনতন্ত্র ।

    1. Report
  4. Question:কী প্রতিষ্ঠার জন্য আমাদের দেশের জনগন দীর্ঘদিন সংগ্রাম করছে ? 

    Answer
    গনতন্ত্র ।

    1. Report
  5. Question:সকল ক্ষেত্রে গনতান্ত্রিক আচরন করলে কী হবে ? 

    Answer
    আমাদের দেশের গনতন্ত্র আরো শক্তিশালী হবে ।

    1. Report
  6. Question:অন্যের মতামতের প্রতি আমাদের কী করা উচিত ? 

    Answer
    শ্রদ্ধাশীল হওয়া ।

    1. Report
  7. Question:রাফিদের ক্লাস টিচার অধিকাংশ সিদ্ধান্ত অধিকাংশের মতামতের বৃওিতে নিয়ে থাকেন । এধরনের সিদ্ধান্ত গ্রহনকে কী বলে ? এটি কী ধরনের গুন ? উক্ত বিষয়টি শ্রেনী ও বিদ্যালয় গনতন্ত্র চর্চায় কীভাবে ভূমিকা রাখে তা তিনটি বাক্য লেখ । 

    Answer
    অধিকাংশের মতামতের ভিওিতে সিদ্ধান্ত নেওয়াকে বলে গনতান্ত্রিক মনোভাব । এটি ব্যাক্তিত ও সামাজিক গুন । 
    গনতান্ত্রিক মনোভাব শ্রেনী ও বিদ্রালয়ে গনতন্ত্র চর্চায় যে ভূমিকা রাখে সে সম্পর্কে তিনটি বাক্য - 
    ১. শ্রেনীর বিভিন্ন কাজ যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোচানো শ্রেনী শিক্ষক সাজানো, পরিস্কার পরিছন্ন করা ইত্যাদি সম্পর্কে সহপাঠির সাথে আলোচনা করবো । 
    ২. বিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠান যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি ব্যাপারেও আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব । 
    ৩. অনুষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনার জন্য অধিকাংশের মতামতের ভিওিতে কাজ করব এবং পরস্পরকে সহায়তা করব ।

    1. Report
  8. Question:শ্রেনীশিক্ষক শ্রেনীনেতা নির্বাচনের জন্য সকলের মতামত গ্রহন করেন। এতে শিক্ষকের কোন গুনটি প্রকাশ পেয়েছে ? বিদ্রালয়ের কাজে উক্ত গুন আমরা কীভাবে ব্যাবহার করব সে সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    এতে শিক্ষকের গনতান্ত্রিক মনোভাবের গুনটি প্রকাশ পেয়েছে । 
    বিদ্যালয়ের কাজে গনতান্ত্রিক মনোভাব ব্যবহার সম্পর্কে চারটি বাক্য -
    ১. শ্রেনীকক্ষ সাজানোর ক্ষেত্রে সকলের মতামতের সিদ্ধান্ত নেব । 
    ২. ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে গনতান্ত্রিক মনোভাব দেখাবো । 
    ৩. বনভোজন আয়োজনে সকলের মতামত গ্রহন করবো 
    ৪. সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও আমরা সকলের মতামত গ্রহন করবো ।

    1. Report
  9. Question:মমতাদের বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে প্রধান শিক্ষক কারো সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নেন । প্রধান শিক্ষকের আচরনে কোন গুনটি অনুপস্থিত ? বিদ্যালয়ের কাজে উক্ত বিষয়টির চারটি ব্যাবহার উল্লেখ কর । 

    Answer
    প্রধান শিক্ষকের আচরনে গনতান্ত্রিক মনোভাব গুনটি অনুপস্থিত । 
    বিদ্যালয়ের কাজে গনতান্ত্রিক মনোভাবের ৪টি ব্যাবহার -
    ১. ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে । 
    ২. বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে সকলের মতামতের ভিওিতে নির্বাচন করবো । 
    ৩. শ্রেনী দলনেতাও আমরা সবার পছন্দের ভিওিতে নির্বাচন করবো । 
    ৪. বিদ্যালয়ের মাঠ শ্রেনীকক্ষ পরিস্কার পরিছন্ন রাখার ক্ষেত্রেও আমরা গনতান্ত্রিক মনোভাব দেখাবো ।

    1. Report
  10. Question:আমাদের রাষ্ট পরিচালনার একটি মুলনীতি প্রতিষ্ঠার জন্য এদেশের জনগন দীর্ঘদিন সংগ্রাম করেছে । এখানে কোন মূলনীতিটির কথা বলা হয়েছে ? মূলনীতি সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    এখানে গনতন্ত্রের কথা বলা হয়েছে । গনতন্ত্র সম্পর্কে চারটি বাক্য 
    ১.গনতন্ত্র অর্থ জনগনের শাসন ।
    ২. গনতন্ত্রের মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনূসারে সিদ্ধান্ত নেওয়া । 
    ৩ গনতন্ত্রে কারও ইচ্চার বিরুদ্ধে কিছু করা হয়না । 
    ৪. গনতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয় ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd