জলবায়ু এবং দুর্যোগ
  1. Question:কখন গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় ? 

    Answer
    খরার সময় ।

    1. Report
  2. Question:বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন ? 

    Answer
    ভৌগোলিক অবস্থার কারনে ।

    1. Report
  3. Question:বাংলাদেশের কোন অঞ্চলের অধিক ভূমিকম্প প্রবন ? 

    Answer
    উওর ও দক্ষিন পূর্বাঞ্চল ।

    1. Report
  4. Question:ভবন নির্মানে সরকারি সতর্কতা অবলম্বন করলে কোন ধরনের ভূমিকস্প মোকাবেলা করা যায় ? 

    Answer
    মৃদু ভূমিকম্প ।

    1. Report
  5. Question:বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কোন দুর্যোগের আশংকা থাকে ? 

    Answer
    সুনামি ও বন্যা ।

    1. Report
  6. Question:ভূগোলবীদ ইজাজ সাহেব বহুদিন যাবৎ একটি স্থানের আবহাওয়া গড় অবস্থা নিয়ে পর্যালোচনা করেছেন । ইজাজের পর্যলোচনা বিষয়টিকে কী বলা হয় । বাংলাদেশের পরিবর্তনের চারটি প্রভাব লেখ ? 

    Answer
    জলবায়ু বলা হয় । 
    বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চারটি প্রভাব -
    ১. গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে । 
    ২. বারবার ভয়াবহ বন্যা হচ্ছে ।
    ৩. মাটির লবনাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচে্ছ । 
    ৪. গাছপালা ও বিভিন্ন প্রানী ধংস হয়ে যাচ্ছে ।

    1. Report
  7. Question:হাসনাতের বাড়ি থেকে স্কুল ঘরটি দেখা যেত । এখন সটি নেই শুধু পানি আর পানি । এমনটি হওয়ার কারন কী ? এর দুটি করে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারন লেখ । 

    Answer
    এমনটি হওয়ার কারন একটি প্রাকৃতিক দুর্যগ যার নাম নদীভাঙ্গন । নদীভাঙ্গনের কারনে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুটি কারন হলো -
    ১. প্রাকৃতিক কারন - !) বন্যা ৥) জোয়ার ভাটা 
    ২. মানবসৃষ্ট কারন - !)নদী থেকে অধিক বালি উওোলন । ৥) নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা ।

    1. Report
  8. Question:সুমনা খবরে দেখলো উওরাঞ্চলের কয়েকটি গ্রামের নদী খাল বিল শুকিয়ে গেছে । ফসল না ফলাতে পেরে কৃষকরা হাহাকার করছে । সুমনা খবরে কোন দুর্যোটি দেখলো ? উক্ত দুযোগ কেন হয় ? দুর্যোটির তিনটি কারণ উল্লেখ কর 

    Answer
    সুমনা খবরে খরা দুর্যোগ দেখলো । 
    দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া , অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদীর কারনে খরা হয় ।
    খরার তিনটি কারন হলো - 
    ১. গাছ পালা কাটা ফেলা । 
    ২. বায়ু দুষনের ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে পরিবেশ শুষ্ক হয়ে খরার সৃষ্টি করে ।
    ৩. অধিক হারে বভন নির্মানের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট পানি ধরে না রাখায় খরা হয় ।

    1. Report
  9. Question:নদীভাঙ্গনের অন্যতম প্রাকৃতিক কারণ কী ? নদীভাঙ্গন সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    নদীভাঙ্গনের অন্যতম প্রাকৃতিক কারণ হলো বন্যা ।
    নদীভাঙ্গন সম্পর্কে চারটি বাক্য -
    ১. নদীভাঙ্গনের ফলে আমাদের মুল্যমান কৃষিজমি , বাড়িঘর বিলীন হয়ে যায় । 
    ২. এর ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । 
    ৩. বন্যার সময় নদীভাঙ্গন শুরু হলে তা মারা্ত্নক রুপ ধারন করে । 
    ৪. নদী থেকে বালি উওোলনের কারোনেও ‍নদীভাঙ্গনের শিকার হয় ।

    1. Report
  10. Question:বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার কী কী সমস্যা হয় তাঁর পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    বিভিন্ন দুযোর্গে শিশুদের লেখাপড়ার যে সমস্যা দেখা দেয় সে সম্পর্কিত পাঁচটি বাক্য -
    ১. বন্যা ও ঘুর্নিঝড় এর সময় বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার ফলে শিশুদের লেখাপড়ার সমস্যা হয় । 
    ২. নদীভাঙ্গনের ফলে মানুষ বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায় বলে শিশুদের শিক্ষা জীবনের অনেক ক্ষতি হয় । 
    ৩. খরার সময় অত্যাধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারেনা বা ঠিক মতো লেখাপড়া করতে পারেনা । 
    ৪. বন্যা ও ঘুর্নিঝড়ে বাড়ি ঘরে পানি উঠে যায় বলে অনেক পরিবারের উঁচু রাস্তা বা বাধের উপর বসবাসের কারনে শিশুদের লেখাপড়ার ক্ষতি হয় । 
    ৫. বিভিন্ন ‍দুর্যগে শিশুরা অসুস্থ হয়ে পড়ার কারনেও তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয় ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd