জলবায়ু এবং দুর্যোগ
  1. Question:ভূমিকম্প কী ? বাংলাদেশে কেন ভূমিকম্পের ঝুঁকি রয়েছে । ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    প্রাকৃতিক কারনে ভূ-পৃষ্ঠ কেঁপে উঠাকে ভূমিকম্প বলে । 
    ভৌগলিক অবস্থানের কারনে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে ।
    ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে চারটি বাক্য -
    ১. বাংলাদেশের উওর ও দক্ষিন পুুর্বাঞ্চল অধিক ভূমিকম্পপ্রবন অঞ্চল । 
    ২. ভবন নির্মানের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব । 
    ৩. বড় ধরনের ভূমিকম্প হলে এ দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশংকা রয়েছে ।

    1. Report
  2. Question:ভূমিকম্প মোকাবেলায় কোন কোন বিষয় মনে রাখতে হবে তা পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    ভূমিকম্প মোকাবিলায় যেসব বিষয় মনে রাখতে হবে তা নিচে পাঁচটি বাক্য দেওয়া হলো -
    ১. ভূমিকম্প মোকাবিলার জন্য ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে । 
    ২. আতঙ্কিত হয়ে ছোটাচুটি করা যাবেনা ।
    ৩. বিছানায় খাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দিতে হবে । 
    ৪. কাঠের টেবিল বা শক্ত কোন আসবাব পত্রের নিচে আশ্রয় নিতে হবে । 
    ৫. বারান্দ আলমিারি , জানালা বা ঝুলানো ছবি থেকে দুরে থাকতে হবে ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd