বাংলাদেশের জনসংখ্যা
  1. Question:প্রতিদিন অফিসে যাতায়াতের সময় আজমল সাহেবকে প্রচন্ড ভীড় ঠেলে বাসে উঠতে হয় । এর কারন কী । উক্ত সমস্যা মোকাবেলার চারটি সম্মিলিত কৌশল সম্পর্কে লেখ । 

    Answer
    জনসংখ্যা সমস্যা মোকাবেলায় চারটি সম্মিলিত কৌশল -
    ১. খাদ্যের উপাদান বাড়াতে হবে ।
    ২. গৃহ নির্মানে সরকারি সাহায্য বাড়াতে হবে । 
    ৩. শিল্পের প্রসারের জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে । 
    ৪. আমদানির তুলনায় রপ্তানির পরিমান বৃদ্ধি করতে হবে ।

    1. Report
  2. Question:খাদ্যের উপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি প্রভা্ব লেখ ? 

    Answer
    খাদে্যর উপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি প্রভাব - 
    ১. অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারন । 
    ২. তাই কৃষি প্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিচ্ছে ।
    ৩. বাংলাদেশে প্রায় প্রতিবছর ২৫ লক্ষ টন খাদ্য ঘাটতি হয় । 
    ৪. জমির তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশে প্রতিবছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয় ।
    ৫. অতিরিক্ত জনসংখ্যা বসবাসের জন্য কৃষি  জমির পরিমান কমে যা্ওয়ায় খাদ্য উপাদান ও কমে যাচ্ছে ।

    1. Report
  3. Question:অতিরিক্ত জনসংখ্যা পরিবেশের উপর কীরুপ প্রভাব ফেলছে ? পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    অতিরিক্ত জনসংখ্যা পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলছে । 
    পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে চারটি বাক্য -
    ১. মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরী করায় প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে । 
    ২. অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহার করা হচ্ছে । 
    ৩. প্রচুর সার ও কীটনাশক ব্যাহারের ফলে নদী ও পুকুরে পানি দুষিত হচ্ছে ।
    ৪. খাবার ও ফসল ফলাতে ভূ গর্ভের পানি উওোলন পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে ।

    1. Report
  4. Question:অতিরিক্ত জনসংখ্যা কী ? জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন কেন ? জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন কেন ? জনসংখ্যা সমস্যা সমাধানে তিনটি উপায় লেখ । 

    Answer
    একটি দেশের প্রয়োজনের চেয়ে বেশি জনসংখ্যাই হলো অতিরিক্ত জনসংখ্যা । 
     দেশের উন্নতির জন্য জনসংখ্যা সমস্য সমাধান করা প্রয়োজন । 
    জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি উপায় হলো -
    ১ জনশক্তি পরিকল্পনা ২. শিক্ষা ও প্রশিক্ষনের ব্যাবস্থা করা এবং ৩. মানব সম্পদ রপ্তানি করা ।

    1. Report
  5. Question:জনসংখ্যা সমস্যা সমাধানে কোন ধরনের কৌশল অবলম্বন করা প্রয়োজন ? এই রকম চারটি কৌশল উল্লেখ কর । 

    Answer
    জনসংখ্যা সমস্যা সমাধানে সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন । 
    জনসংখ্যা সমস্যা সমাধানের চারটি সম্মিলিত কৌশল হলো -
    ১. খাদ্যের উৎপাদন বাড়াতে হবে ।  
    ২. আমদানির তুলনায় রপ্তানির পরিমান বাড়াতে হবে । 
    ৩. গৃহ নির্মানে সরকারি সাহায্য বাড়াতে হবে । 
    ৪. শিল্পের প্রসার ঘটাতে কারিগরি শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে ।

    1. Report
  6. Question:জনসংখ্যাকে জনসম্পদে ‍রুপান্তরিত করার পাঁচটি উপায় লেখ । 

    Answer
    জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করার পাঁচটি উপায় হলো -
    ১. শিক্ষা ব্যাবস্থাকে যুগোপযোগী করা । 
    ২. প্রশিক্ষন ও স্বাস্থ্য সেবার মাধ্যমে শ্রম শক্তির দক্ষতা বৃদ্ধি করা । 
    ৩. উপযোক্ত খাদ্য ও পুষ্টি , পরিবেশ সম্মত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা 
    ৪. সুষ্ঠু পরিকল্পনা প্রনায়ন ও বাস্তবায়ন করা । 
    ৫. কর্মসংস্থান এর সুযোগ বৃদ্ধি করা ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd