Question:তুমি স্বাধীনভাবে চলাফেরাসহ আরো অনেক অধিকার ভোগ কর । জাতিসংঘ কবে অধিকারকে স্বীকৃতি দেয় ?
Answer
১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর ।
Question:তুমি স্বাধীনভাবে চলাফেরাসহ আরো অনেক অধিকার ভোগ কর । জাতিসংঘ কবে অধিকারকে স্বীকৃতি দেয় ?
১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর ।
Question:ইব্রাহিম ও বিমল তাদের ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশগ্রহন করে । এটি তাদের কোন অধিকারের অন্তর্ভূক্ত ?
মৌলিক মানবাধিকার
Question:সাভারে ভবন ধসের ১৭ দিন পর উদ্ধারকর্মীদের সাড়া পেয়ে রেশমা বলেছিল আমাকে বাচান । রেশমার এ আবেদনের সাথে কীসের সাদৃশ্য রয়েছে ?
মানবাধিকারের ।
Question:দুর্বৃওরা অনেক সময় রাতের আধারে যানবাহনে আগুন লাগিয়ে দেয় । এটি কীসের লঙ্গন ?
মানবাধিকারের ।
Question:জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ই ডিসেম্বর একটি ঘোষনাপত্র তৈরী করে । উক্ত ঘোষনাপত্রটি কীসের ?
মানবাধিকারের সার্বজানীন ঘোষণাপত্র ।
Question:দারিদ্রের কারনে অনেকে লেখাপড়া করা সুযোগ পায়না । এর ফলে সে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে
মানবাধিকারের ।
Question:জনাব সিহাব কর্ম ক্ষেত্রে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারেনা । তিনি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ?
মানবাধিকার ।
Question:প্রিয়া তার যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে সঠিক পারিশ্রামিক পাচ্ছে । প্রিয়া কোন ধরনের অধিকার ভোগ করছে ?
মানবাধিকারের।
Question:সাহেবদের বাড়িতে ছেলে মেয়ে সমান সুযোগ লাভ করে । তাদের বাড়ির সবাই কোন অধিকার ভোগ করছে ?
মানবাধিকার ।
Question:তোমার ভাই অটিস্টিক শিশু । তাকে যদি বিশেষ যত্ন না নাও তাহলে কী ঘটবে ?
সে সমানভাবে বিকশিত হবেনা ।