Question:সোবহান সম্পূর্ন সুস্থ হলেও দৈনিক রুটিন বদল হলে খুবই উওেজিত হয় । সে কোন সমস্যায় আক্রান্ত ? এ ধরনের শিশুকে কীভাবে স্বাভাবিক জীবনে অব্যস্ত করা সম্বভ ? এ ধরনের শিশুদের তিনটি বৈশিষ্ট লেখ ।
Answer
সোবহান অটিজম সমস্যায় আক্রান্ত । এ ধরনের শিশুদের সমস্যার ধরন গুলো জেনে সঠিক শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব । অটিস্টিক শিশুদের তিনটি বৈশিষ্ট - ১. কোন কোন অটিস্টিক শিশু অন্য শিশুদের মতই লেখাপড়া করতে পারে । ২. কোন একটি বিশেষ খেলনা বা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষন থাকে এবং সেটি সবসময় সাথে রাখে । ৩. কোন কোন অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারি হয় ।