Question:আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত ? প্রাসাদটি কে তৈরী করেছিলেন ? প্রাসাদটি সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
Answer
আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত । প্রাসাদটি তৈরী করেন জমিদার শেখ এনায়েতউল্লা । প্রাসাদটি সম্পর্কে তিনটি বাক্য - ১. প্রাসাদটির উওর দক্ষিনে রয়েছে লম্বা বারান্দা ২. এছাড়াও রয়েছে জলসা ঘর , দরবার হল, রংমহল । ৩. বর্তমানে প্রাসাদটি জাদুঘর হিসেবে ব্যাবরৃত হচ্ছে ।