বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:বাংলাদেশের কোন কোন স্থানে সার কারখানা রয়েছে ? 

    Answer
    ফেঞ্চুগড়, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্রগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে ।

    1. Report
  2. Question:কোথায় সরকারী কাগজের কল রয়েছে ? 

    Answer
    চন্দ্রঘোনা, খুলনা ও পাকশিতে সরকারী কাগজের কল রয়েছে ।

    1. Report
  3. Question:বাংলাদেশে কয়টি সরকারী কাগজের কল রয়েছে ? 

    Answer
    ৩টি ।

    1. Report
  4. Question:যখন কোন পন্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমানে তৈরী করা হয় তাকে কী বলে? 

    Answer
    কুটির শিল্প ।

    1. Report
  5. Question:জামালপুর জেলার ইসলামপুর কিসের জন্য বিখ্যাত ? 

    Answer
    কাঁসা শিল্প ।

    1. Report
  6. Question:ক বাংলাদেশের প্রধান ফসল । এটি দেশের প্রায় সর্বত্র উৎপন্ন হয় । ফসলটির নাম কী । ফসলটি সম্পর্কে চারটি বাক্য লিখ ? 

    Answer
    ফসলটির নাম ধান । 
    ধান সম্পর্কে চারটি বাক্য -
    ১. আমাদের তিনটি প্রধান খাদ্য শস্যের একটি হচ্ছে ধান । 
    ২. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু অগভীর জলভূমি ধান চাষের জন্য উপযোগী । 
    ৩. বাংলাদেশের আউশ আমন বোরো এই তিন ধরনের ধানের চাষ বেশি হয় । 
    ৪. ধান তথা ভাতে এদেশের মানুষের প্রধান খাদ্য ।

    1. Report
  7. Question:আমাদের দেশে দিন দিন একটি ফসলর চাষ প্রসার লাভ করেছে । যেটি দেশের উওর পশ্চিম অঞ্চলে বেশি হয় । ফসলটির নাম কী ? ফসলটি কখন চাষ করা হয় ? ফসলটি সম্পর্কে তিনটি বাক্য লিখ । 

    Answer
    ফসলটির নাম গম । গম শীতকারে চাষ করা হয় । গম সম্পর্কে তিনটি বাক্য -
    ১. বাংলাদেশের উওর পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয় ।
    ২. গমের আটায় তৈরী বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে ।
    ৩. শীতকালে গমের চাষ করা হয় ।

    1. Report
  8. Question:বাংলাদেশের একটি অর্থকরী কৃষিপন্য সিলেট ও চট্রগ্রাম এলাকায় বেশি উৎপন্ন হয় । এ অর্থকরী কৃষিপন্যটির নাম কী ? কৃষিপন্যটি সম্পর্কে চারটি গুরুত্বপূর্ন তথ্য লেখ । 

    Answer
    এ অর্থকরী কৃষিপন্যটির নাম চা ।
    চা সম্পর্কে চারটি গুরুত্বপুর্ন তথ্য হলো -
    ১. চা রপ্তানি বাংলাদেশ অনেক বৈদাশিক মুদ্রা অর্জন করে । 
    ২. বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে । 
    ৩. বিশেষ সুনাম থাকায় বিদেশে বাংলাদেশের চায়ের অনেক চাহিদা আছে । 
    ৪. বাংলাদেশের অর্থনীতিতে চা গুরু্ত্বপুর্ন ভূমিকা পালন করে ।

    1. Report
  9. Question:কামাল সাহেবের কারখানায় কার্পেট, রশি, বস্তা তৈরী হয় । এগুলো তৈরীতে কী ব্যাবহার কর হয় । উক্ত দ্রব্য সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    কার্পেট, রশি, বস্তা তৈরীতে পাট ব্যাবহার করা হয় । 
    পাট সম্পর্কে চারটি বাক্য -
    ১. কাঁচামাল হিসেবে পাট আমরা বিদেশে রপ্তানি করি । 
    ২. পাট জাত বিভিন্ন পন্যও বিদেশে রপ্তানি করা হয় । 
    ৩. পাটকল গুলো সাধারনত নারায়নগঞ্জ, চাদপুর, খুলনার দৌলতপুরসহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত ্ 
    ৪. পরিবহন সুবিদার কারনে পাটকলগুলো তীরবর্তী অঞ্চলে স্থাপন করা হয় ।

    1. Report
  10. Question:বাংলাদেশের প্রধান ফসল কোনটি ? উক্ত ফসলটি কেন প্রধান হিসেবে বিবেচিত ?ফসলটি সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    বাংলাদেশের প্রধান ফসল । 
    আমাদের প্রধান খাদ্য ভাত হওয়ায় ধান প্রধান ফসল হিসেবে বিবেচিত । 
    ধান সম্পর্কে তিনটি বাক্য -
    ১. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ধান চাষের উপযোগী । 
    ২. ধান আমাদের প্রধান খাদ্যশস্য 
    ৩. বাংলাদেশ আউশ , আমন ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয়

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd