বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী ? উক্ত ফসলটি সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী । আলু সম্পর্কে চারটি বাক্য -
    
    ১. আলু্ একটি প্রয়োজনীর খাদ্য 
    ২. আমাদের দেশের গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয় । 
    ৩. দেশে উৎপাদিত আলু দেশের মানুষের চাহিদা পূরন করে । 
    ৪. দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ব আলু দেশের বাহিরে রপ্তানি করা হয়

    1. Report
  2. Question:পাট কী ? পাটকে সোনালীআঁশ বলা হয় কেন ? পাটের তিনটি ব্যাবহার লেখ । 

    Answer
    পাট এক প্রকার সোনালী আঁশ । 
    পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রতিবছর প্রচুর পরিমান বৈদাশিক মুদ্রা অর্জন করে । এজন্য বাংলাদেশে পাটকে সোনালী আশঁ বলা হয় । পাটের তিনটি ব্যবহার 
    ১. পাট দিয়ে তৈরীকৃত রাশি পন্যসামগ্রী ও অন্যন্য জিনিসপত্র বেঁধে রাখার কাজে ব্যাবহৃত হয় । 
    ২. পাটের তৈরী কার্পেট বাড়িতে ,মসজিদ ও অফিস আদালতে ব্যাবহার করা হয় । 
    ৩. পাট দিয়ে তৈরীকৃত বস্তা পন্যসামগ্রী বহন করার কাজে ব্যবহৃত হয় ।

    1. Report
  3. Question:বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব পাঁচটি বাক্য লেখ ? 

    Answer
    বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব সম্পর্কিত পাঁচটি বাক্য -
    ১. বর্তমানে পোশাক শিল্প বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রেখেছে । 
    ২. বাংলাদেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানা গড়ে উঠেছে । 
    ৩. এসব কারখানায় উৎপাদিত পোশাকের বেশির ভাগ বিদেশে রপ্তানি হয় । 
    বাংলদেশের পোশাক শিল্পের কয়েক লক্ষ নারী ও পুরুষ কাজ করে । 
    ৫. পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদাশিক মুদ্রা অর্জন করে ।

    1. Report
  4. Question:বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান সম্পর্কিত পাঁচটি বাক্য -
    ১. ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান প্রায় ৩০% । 
    ২. শিল্প দেশের অর্থনীতির চাকা সচল রাখে । 
    ৩. শিল্প কারখানায় অনেক শিল্প সামগ্রী তৈরী হয় । 
    ৪. এসব শিল্প সামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদাশিক মুদ্রা অর্জিত হয় । 
    ৫. শিল্প কারখানায় অনেক নারী পুরুষের কর্মস্থান হয় ।

    1. Report
  5. Question:ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমানে তৈরী করা হয় তাকে কোন শিল্প বলে ? এ ধরনের একটি শিল্পের নাম লেখ । শিল্পটি সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    যখন কোন পন্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমানে তৈরী করা হয় তাকে কুটির শিল্প বলে । 
    কাঁসা একটি অন্যতম কুটির শিল্প । 
    কাঁসা শিল্প সম্পর্কে তিনটি বাক্য - 
    ১. গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরী জিনিস ব্যাবহার করা হয় । 
    ২. জামালপুর জেলার ইসলামপুর এবং টাঙ্গাইল জেলার কাগমারি কাঁসা শিল্পের জন্য বিখ্যাত । 
    ৩. ঢাকা জেলার ধামরাইয়ে প্রচুর কাঁসার জিনিসপত্র তৈরী করা হয় ।

    1. Report
  6. Question:মতিন সাহেব ফসলের জমিতে বাড়ি তৈরী করেছেন । এর ফলে কীসের পরিমান কমে যাচ্ছে বলে তুমি মনে কর ? 

    Answer
    কৃষি জমির

    1. Report
  7. Question:ফারদিনের দেশের জনসংখ্যা দিনে দিনে বেড়েই চলছে । এ ব্যাপারে যদি তারা সচেতন না হয় তাহলে কী ঘটবে ? 

    Answer
    খাদ্য ঘাটতি

    1. Report
  8. Question:ক দেশের প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন । ক দেশের সাথে কোন দেশের সাদৃশ্য রয়েছে ? 

    Answer
    বাংলাদেশ ।

    1. Report
  9. Question:সাদেক অসুস্থ হয়ে হাসপাতালে গেলে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় । এর কারণ কী ? 

    Answer
    অতিরিক্ত জনসংখ্যার চাপ ।

    1. Report
  10. Question:বানীর বাবা অধিক ফসল ফলানোর জন্য জমিতে প্রচুর রাসায়নিক সার ব্যবহার করেছে । এতে কীসের ক্ষতি হয় । 

    Answer
    পরিবেশের ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd