বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:জনসংখ্যাকে জনসম্পদে ‍রুপান্তরিত করার পাঁচটি উপায় লেখ । 

    Answer
    জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করার পাঁচটি উপায় হলো -
    ১. শিক্ষা ব্যাবস্থাকে যুগোপযোগী করা । 
    ২. প্রশিক্ষন ও স্বাস্থ্য সেবার মাধ্যমে শ্রম শক্তির দক্ষতা বৃদ্ধি করা । 
    ৩. উপযোক্ত খাদ্য ও পুষ্টি , পরিবেশ সম্মত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা 
    ৪. সুষ্ঠু পরিকল্পনা প্রনায়ন ও বাস্তবায়ন করা । 
    ৫. কর্মসংস্থান এর সুযোগ বৃদ্ধি করা ।

    1. Report
  2. Question:বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি জমির কী ধরনের ক্ষতি হচ্ছে বলে তোমার মনে হয় ? 

    Answer
    মাটির লবনাক্ততা বেড়ে যাচ্ছে ।

    1. Report
  3. Question:আহাদ ক্লাসে একটি দেশের বহু বছরের গড় আবহাওয়া সম্পর্কে পড়াচ্ছেন । স্যার কোন বিষয়টি পড়াচ্ছেন ? 

    Answer
    জলবায়ু ।

    1. Report
  4. Question:রোকন বাংলাদেশের ৩০-৪০ বছরের গড় আবহাওয়া সম্পর্কে পড়েছে । রোকন কোন বিষয়টি পড়ছে ? 

    Answer
    জলবায়ু ।

    1. Report
  5. Question:মিনাদের গ্রামের গড় দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এর কারণ কোনটি ? 

    Answer
    জলবায়ু পরিবর্তন ।

    1. Report
  6. Question:সোনিয়াদের গ্রামে পানি স্তর নিচে নেমে যাচ্ছে । এর কারণ কোনটি ? 

    Answer
    জলবায়ু পরিবর্তন ।

    1. Report
  7. Question:রুপনগর গ্রামে নদীভাঙ্গনের ফলে কৃষি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে । এর মানবসৃষ্ট একটি কারণ কী ? 

    Answer
    নদী থেকে বালি উওোলন ।

    1. Report
  8. Question:শেফা দেখলো একটি গ্রামের নদীর পাড় ভেঙ্গে বাড়িঘর, ফসলের মাঠ বিলীন হয়ে যাচ্ছে ? 

    Answer
    তার দেখা দুর্যোগটির নাম কী ।

    1. Report
  9. Question:কবিরদের এলাকায় দীর্ঘদিন ধরে শুস্ক আবহাওয়া বিরাজমান । এ ফলে কোন দুর্যোগ দেখা দিতে পারে ? 

    Answer
    খরা ।

    1. Report
  10. Question:আলিম গ্রামে গিয়ে দেখলো গ্রামের প্রকুর খাল বিল সব শুকিয়ে গেছে । আলিমদের গ্রামে এই রুপ অবস্থার কারন কোনটি ? 

    Answer
    খরা ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd