বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:মকবুল মিঞা পানির অভাবে তার জমিতে ফসল ফলাতে পারছেনা । এর পেছনে কোন কারণ দায়ী ? 

    Answer
    খরা ।

    1. Report
  2. Question:তোমার বাড়িতে ভূমিকম্প অনুভূত হলো । এ ক্ষেত্রে তোমার করনীয় কী হবে ? 

    Answer
    কাঠের টেবিল বা শক্ত কোন আসবাব পত্রের নিচে আশ্রয় নিতে হবে ।

    1. Report
  3. Question:হীরাদের বাড়ি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে । তাদের অঞ্চলটি কোন ধরনের ভূমিকম্পপ্রবন এলাকা ? 

    Answer
    তুলনামুলক কম ভূমিকম্প প্রবন এলাকা ।

    1. Report
  4. Question:নেপালে ২০১৫ সালের ২৪ এ এপ্রিল একটি দুর্যোগ সংঘটিত হয় । দুর্যোগটির নাম কী 

    Answer
    ভূমিকম্প ।

    1. Report
  5. Question:আবহাওয়া কাকে বলে ? 

    Answer
    কোন নির্দিষ্ট সময় ও স্থানের আকাশ এবং বায়ুমন্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে ?

    1. Report
  6. Question:২০৫০ সালের মধ্যে এদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে কেন ? 

    Answer
    জলবায়ু পরিবর্তনের কারণে ।

    1. Report
  7. Question:প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারনে বাংলাদেশে কীসের ঝুকি রয়েছে । 

    Answer
    নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে।

    1. Report
  8. Question:বিশ্বের জলবায়ু বদলে যাওয়ার মানবসৃষ্ট কারণ কোনটি ? 

    Answer
    শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া ।

    1. Report
  9. Question:কখন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায় 

    Answer
    জলবায়ু পরিবর্তনের তাপমাত্রা ব্যাপক হলে ।

    1. Report
  10. Question:নদীভাঙ্গনের প্রাকৃতিক কারণ কী ? 

    Answer
    বন্যা ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd