Question:আইন অমান্য করলে কী ভোগ করতে হয়?
Answer
আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
Question:আইন অমান্য করলে কী ভোগ করতে হয়?
আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
Question:অর্থে প্রয়োজন হয় কেন?
রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য অর্থে প্রয়োজন।
Question:নারী নির্যাতনের পাঁচটি কারন উল্লেখ কর ?
নারী নির্যাতনের পাঁচটি কারন - ১. পুরুষের তুলনায় নারী বা মেয়েদের নিম্ন সামাজিক মর্যাদা । ২. শিক্ষার অভাব । ৩. অর্থনৈতিক নির্ভরশিলতা । ৪. বিভিন্ন কুসংস্কার ৫. দারিদ্র্য
Question:আমাদের দেশে নাগরিকগণ কত বছর বয়স হলে ভোট দিতে পারে?
আমাদের দেশে নাগরিকগণ ১৮ বছর বয়স হলে ভোট দিতে পারে।
Question:ভোট দেওয়া সব নাগরিকদের কী দায়িত্ব?
ভোট দেওয়া সব নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
Question:নারী নির্যাতনের কমপক্ষে পাঁচটি নেতিবাচক প্রভাব লেখ ।
নারী নির্যাতনের পাঁচটি নেতিবাচক প্রভাব - ১. পারিবারিকভাবে নারী নির্যাতন হলে নির্যাতিত নারীর শারিরিক মানসিক ক্ষতি হয় । ২. যেসব পরিবারে মেয়েরা নির্যাতনের শিকার হয় সেসব পরিবারে শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ বাধা পায় । ৩. নির্যাতিত নারী সময়মতো কাজে যেতে পারেনা । ফলে অর্থনৈতিক ক্ষতি হয় । ৪. শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে নির্যাতিত নারীরা মানসিকভাবে দর্বল হয় । ৫. পরিবারের নির্যাতিত কন্যা শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় ।
Question:দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কী করা উচিত?
দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া উচিত।
Question:রাষ্ট্র পরিচালনার জন্য সরকার কী গ্রহণ করে?
রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
Question:স্কুলে যাওয়ার পথে অপরিচিত একজন লোক চকলেট ক্ষেতে দেয় । এক্ষেত্রে তার করনীয় কী ?
খাওয়া থেকে বিরত থাকা ।
Question:মিনাজদের বিদ্যালয়ে চারপাশ খুবই সুন্দর ও শুশ্খল । বিদ্যালয়ে এ পরিবেশ রক্ষার দায়িত্ব কার ?
আমাদের সকলের ।