বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:আমাদের দেশের নারীরা কেন নির্যাতিত হচ্ছে ? 

    Answer
    যৌতুকের কারনে

    1. Report
  2. Question:নির্যাতনের কারেনে নারীদের কোন ধরনের সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে ? 

    Answer
    শিক্ষার বাহিরে কাজের দক্ষতা বা সুযোগ ক্ষতিগ্রস্ত হয় ।

    1. Report
  3. Question:সরকারের কোন মন্ত্রনালয় নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা দিয়ে থাকে ? 

    Answer
    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ।

    1. Report
  4. Question:জাতিয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রবর্তন করা হয় ? 

    Answer
    ২০১২ সালে ।

    1. Report
  5. Question:নারী নির্যাতন প্রতিরোধে কোন ধরনের উন্নয়ন জরুরি ? 

    Answer
    সামাজিক মুল্যবোধের উন্নয়ন ।

    1. Report
  6. Question:বাংলাদেশের একজন মহীয়সী নারী ১৮৮০ সালে জন্মগ্রহন করেন । মহীয়সী নারীটির নাম কী ?নারী শিক্ষার ক্ষেত্রে তার চাটি অবদান । 

    Answer
    মহীয়সী নারীটির নাম বেগম রোকেয়া । 
    নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার চারটি অবদান -
    ১. ১৯০৫ সালে বেগম রোকেয়া তার স্বামীর নামানুসারে ভাগলপুরে বালিকা বিদ্রালয় প্রতিষ্ঠা করে । 
    ২.নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসমান্য অবদান রাখেন । 
    ৩. তিনি নারী শিক্ষার ক্ষেত্রে সমাজে অসমান্য অবদান রাখেন । 
    ৪. বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো দেখতে পায় ।

    1. Report
  7. Question:প্রতিবছর ৮ ই মার্চ আমরা একটি দিবস পালন করে থাকি । এ দিবসটির নাম কী ? কত সালে জাতিসংঘ দিবসটির স্বীকৃতি দেয় ? দিবসটির তিনটি তপর্য্য লেখ । 

    Answer
    দিবসটির নাম আন্তর্জাতিক নারী দিবস । 
    ১৯৭৭ সালে জাতিসংঘ দিবসটির স্বীকৃতি দেয় ।
    
    দিবসটির তিনটি তাৎপর্য্য -
    ১. নারী পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যাবধান কমাতে বিশ্বব্যাপি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় । 
    ২. এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানের চেষ্টা করা হয় । 
    ৩. এই দিবসে সমাজে নারী পুরুষের সমতা অর্জনে বিভিন্ন প্রদেক্ষেপ নেওয়ার প্রস্তাব ও করা হয় ।

    1. Report
  8. Question:সোমার গ্রামের লোকেরা পর্দাপথার দোহাই দিয়ে তাকে শিক্ষা গ্রহন থেকে বিরত রেখেছে । সোমার কীসের শিকার হয়েছে ? এটি মোকাবেলায় কোন মন্ত্রালয় কাজ করছে ? উক্ত মন্ত্রনালয় এর তিনটি কার্যক্রম উল্লেখ করো । 

    Answer
    সোমা নির্যাতনের শিকার হয়েছে । 
    নারীর নির্যাতনের রোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কাজ করছে । এ মন্ত্রনালয় তিনটি কার্যক্রম হলো
    ১. নির্যাতিত নীপিড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করে ।
    ২. নিপীড়িত ও নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদান করে ।
    ৩. এছাড়া নিপীড়িত ও নির্যতিত নারী ও শিশুদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে ।

    1. Report
  9. Question:বেগম রোকেয়া কে ছিলেন ? নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়া কর্তৃক সম্পাদিত চারটি কাজের নাম লেখ । 

    Answer
    বেগম রোকেয়া একজন মহীয়সী নারী ও নারী জাগরনের অগ্রদূত ছিলেন । 
    নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়া কর্তৃক চারটি সম্পাদিত কাজ -
    ১.নারী শিক্ষার বিষয়ে বেগম রোকেয়া বহু প্রবন্ধ ও পুস্তক রচনা করে সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রেখেছেন । 
    ২. নারী শিক্ষার জন্য ১৯০৫ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কূল প্রতিষ্ঠা করেন ।
    ৩. বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরে মেয়ে সন্তানদের বিদ্রালয়ে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন ও অনুরোধ করতেন ।
    ৪. তার চেষ্টার ফলেই মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে ।

    1. Report
  10. Question:বেগম রোকেয়াকে কী বলা হয় ? বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহন করেন ? নারী শিক্ষার প্রসারে তার অবদানের তিনটি বাক্য লেখ । 

    Answer
    বেগম রোকেয়াকে নারী জাগরনের অগ্রদূত বলা হয় । 
    বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহন করেন । 
    নারী শিক্ষার প্রসারে বেগম তিনটি অবদান -
    ১. ১৯০৫ সালে বেগম রোকেয়া তার স্বামীর অনুসারে ভাগলপুরে বালিকা বিদ্রালয় প্রতিষ্ঠা করে ।
    ২. নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন । 
    ৩. তিনি নারী শিক্ষার ক্ষেত্রে সমাজে অসাসান্য অবদান রাখেন ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd