বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যাবহার করার পর কী করতে হবে ? 

    Answer
    বন্ধ রাখতে হবে ।

    1. Report
  2. Question:রাস্তা পারাপারে নিরাপদ থাকার উপায় কী ? 

    Answer
    সবসময় সতর্ক থাকা ।

    1. Report
  3. Question:রাস্তা পারাপারের সময় কী করা উচিত ? 

    Answer
    রাস্ত পারাপারের সময় দুপাশে ভালো করে দেখে নিয়ে যেখানে জেব্রাক্রসিং আছে সেখান দিয়ে রাস্ত পার হওয়া উচিত ।

    1. Report
  4. Question:রাস্তায় দুর্ঘটনার অন্যতম কারন কী ? 

    Answer
    অসাবধানে পথ চলা ।

    1. Report
  5. Question:রাস্তা পারাপারের একটি কারন উল্লেখ্য কর ? 

    Answer
    জেব্রাক্রসিং বা ওভারব্রিজ ব্যাবহার করা ।

    1. Report
  6. Question:রাস্ত পার হওয়ার সময় ওভারিব্রিজ ব্যাবহার করা উচিত কেন ? 

    Answer
    দুর্ঘটনা রোধ করতে ।

    1. Report
  7. Question:রাস্তায় হাটার সময় কোনটি থেকে বিরত থাকবো ? 

    Answer
    রাস্তার মাঝখান দিয়ে হাটা ।

    1. Report
  8. Question:অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পমিান কীরুপ ? 

    Answer
    অনেক বেশি ।

    1. Report
  9. Question:রাস্তায় চলাচলের সময় আমাদের কোন বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে ? 

    Answer
    নিরাপওা ।

    1. Report
  10. Question:কোনটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব ? 

    Answer
    দেশের স্বার্থকে ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd