বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:হাবিব সাহেব রাষ্টের বিভিন্নসম্পদ রক্ষায় সচেতন থাকেন । এটি তার কোন ধরনের দায়িত্ব ও কর্তব্য ? এ ধরনের চারটি কর্তব্য উল্লেখ কর । 

    Answer
    এটি তার রাষ্টের প্রতি দায়িত্ব ও কর্তব্য । রাষ্টের প্রতি আমাদের চারটি দায়িত্ব ও কর্তব্য -
    ১.নিয়মিত কর প্রদান করা ।
    ২. দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া । 
    ৩. রাষ্ট প্রদও শিক্ষা গ্রহন করা । 
    ৪. ১৮ বছর হলে ভোট প্রদান করা ।

    1. Report
  2. Question:সমাজকে সুন্দর ও সুশ্রৃংখল রাখার দায়িত্ব কার ? এটি সুন্দর ও সুশ্রৃংখল রাখার আমাদের চারটি দায়িত্ব লেখ । 

    Answer
    সমাজকে সুন্দর ও সুশ্রৃংখল রাখার দায়িত্ব আমাদের সবার । 
    সমাজকে সুন্দর ও সুশ্রৃংখল রাখার আমাদের চারটি দায়িত্ব হলো
    ১. কারো ক্ষতি করব না 
    ২. সবার উপকার করার চেষ্টা করব 
    ৩. ছোটদের ভালবাসব দেখাশুনা করব 
    ৪. সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব

    1. Report
  3. Question:সতর্ক ভাবে রাস্তায় চলাচল করলে কী হবে ? রাস্তায় পথ চলার সময় কোন বিষয় সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে ? সঠিকভাবে রাস্তা পার হওয়ার তিনটি উপায় লেখ । 

    Answer
    সতর্কভাবে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে । রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপওা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে । সঠিকভাবে রাস্তা পার হওয়ার তিনটি উপায় -
    ১. হাঁটার সময় ফুটপাত ব্যাবহার করা । 
    ২. রাস্তা পারাপারের সময় ওভারব্রিজ ব্যাবহার করা ।
    ৩. রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া ।

    1. Report
  4. Question:আইন মেনে না চললে কী হয় ? কত বছর বয়স হলে আমাদের দেশে ভোট প্রদান করা হয় ? কর প্রদান সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    আইন মেনে না  চললে শাস্তি ভোগ করতে হয় হবে । আমাদের দেশে ১৮ বছর বয়স হলে ভোট প্রদান করতে হয় । কর প্রদান সম্পর্কে তিনটি বাক্য -
    ১. নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য । 
    ২. কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার বিভিন্ন প্রতিষ্ঠা চালু করে । 
    ৩. কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার নাগরিদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে ।

    1. Report
  5. Question:স্কুলের প্রধান শিক্ষক যে কোন কাজে অধিকাংশের মতের ভিওিতে সিদ্ধান্ত গ্রহন করেন । শিক্ষকের আচরনে কোনটি প্রকাশ পায় ? 

    Answer
    গনতান্ত্রিক মনোভাব ।

    1. Report
  6. Question:সুমন পঞ্চম শ্রেনীর ছাত্র । তার ক্লাসে কীভাবে শ্রেনীনেতা নির্বাচিত হবে ? 

    Answer
    সবার ঐক্যমতের ভিওিতে ।

    1. Report
  7. Question:ক দেশে জনগনের শাসন বৃদ্ধিমান । ক দেশে কোন ধরনের শাসন বিদ্যমান ? 

    Answer
    গনতান্ত্রিক শাসনব্যাবস্থা ।

    1. Report
  8. Question:শ্রেনী শিক্ষক সকলের ভোটে শ্রেনীনেতা নির্বাচন করেন । এতে কোনটি প্রকাশ পা৥য় ? 

    Answer
    গনতান্ত্রিক মনোভাব ।

    1. Report
  9. Question:শিক্ষক আহাদ শ্রেনীনেতাকে শ্রেনী শিক্ষক সাজানোর ব্যাপারে নির্দেশ দেন । 

    Answer
    শ্রেনীনেতা কাজটি কীভাবে করবে ।

    1. Report
  10. Question:সিফাতের বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে । এক্ষেত্রে সিফাতরা কীভাবে কাজ করবে ? 

    Answer
    সকলের মতামতের ভিওিতে ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd