Question:ফারিয়াদের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত । তাদের এলাকাটি পূর্বে কী নামে পরিচিত ছিল ?
Answer
বৈদ্যনাথতলা
Question:ফারিয়াদের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত । তাদের এলাকাটি পূর্বে কী নামে পরিচিত ছিল ?
বৈদ্যনাথতলা
Question:মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ । এ সরকারের রাষ্টপতি কে ছিলেন ?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
Question:১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভেঙ্গে পাকিস্তান ও ভারত রাষ্টের জন্ম হয় । আমরা কোন রাষ্টের অধীরে ছিলাম ?
পাকিস্তান
Question:রাঙ্গামাটি জেলার পার্বত্য চট্রগ্রামের অন্তর্ভূক্ত একটি জেলা ? মুক্তিযুদ্ধের সময় এটি কোন সেক্টরের অধীনে ছিল
১ নম্বর সেক্টরের অধীনে ছিল
Question:পর্যটন কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত । যুদ্ধের সময় এটি কত নং সেক্টরের অধীনে ছিল ?
নয় নম্বর সেক্টরের অধীনে ছিল ।
Question:১৯৭১ সালের ১১ই জুলাই গঠিত একটি বাহিনীর প্রধান ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানী । বাহিনীটির নাম কী ?
মুক্তিবাহিনী ।
Question:তানিয়ার দাদা মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ অঞ্চলে যুদ্ধ করেছেন । এই এলাকাটি কত নং সেক্টরের অধীনে ছিল ?
১১ নং সেক্টরের অধীনে ছিল ।
Question:মুক্তিযুদ্ধের সময় শওকত সাহেব পাকিস্তান সেনাদের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন । তিনি গ্রুপের সদস্য ছিলেন ?
ইন্টেলিজেন্স গ্রুপ
Question:জুনায়েদের দাদা একজন সংগীত শিল্পী । মুক্তিযুদ্ধের সময় তাঁর মতো শিল্পীরা কীভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রানিত করতেন ?
গানের মাধ্যমে ।
Question:বাঙ্গালিদের মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনী ও তাঁদের এদেশিয় দোসররা কাদেরকে হত্যা করেছিল ?
বুদ্ধিজীবীদের ।