বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানিী হানাদার বাহিনিী নিরীহ বাঙ্গালীদের উপর অতর্কিত আক্রমন করে । এই আক্রমনের নাম কী ছিল ? 

    Answer
    অপারেশন সার্চলাইট ।

    1. Report
  2. Question:অপারেশন জ্যাকপটে বাংলাদেশের পক্ষে একটি বাহিনী যুদ্ধ করে যায় প্রধান ছিলেন লেপটেন্যান্ট জগজিৎ সিং অরোরা বাহিনিীটির নাম কী ? 

    Answer
    মিত্রবহিনী

    1. Report
  3. Question:করিম সাহেব মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বের জন্য বাংলাদেশ সরকারের দ্বিতীয় বীরত্বসূচক উপাধি লাভ করেন । তিনি কোন উপাধি পেয়েছেন ? 

    Answer
    বীর উওম ।

    1. Report
  4. Question:ভাষা আন্দােলন কত সালে হয়েছিল ? 

    Answer
    ১৯৫২ সালে

    1. Report
  5. Question:৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল ? 

    Answer
    ১৯৬৬ সালে

    1. Report
  6. Question:১৯৭০ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুম বিজয় লাভ করেছিল ? 

    Answer
    আওয়ামী লীগ

    1. Report
  7. Question:কখন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় ? 

    Answer
    ১৯৭১ সালের ২৬-মার্চ থেকে ।

    1. Report
  8. Question:মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার কথন গঠিত হয় ? 

    Answer
    ১৯৭১ সালের ১০ই এপ্রিল ।

    1. Report
  9. Question:মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল ? 

    Answer
    মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে

    1. Report
  10. Question:মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয় । এ সরকার কত তারিখ গঠিত হয়েছিল ? এ সরকারের রাষ্টপতি কে ছিলেন ? মুক্তিযুদ্ধে এ সরকারের ভুমিকা তিনটি বাক্য লেখ ? 

    Answer
    এ সরকার  অর্থাৎ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়েছিল । 
    এ সরকারের রাষ্টপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
    মুক্তিযুদ্ধে এই সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য ।
    ১. মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনী গঠন করে । 
    ২. এ সরকারের অনুপ্রেরনায় অগনিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ।
    ৩.দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপু্র্ন ভূমিকা পালন করে ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd