Question:কৃষি জমিতে কী বেশি ব্যবহার হচ্ছে?
Answer
কৃষি জমিতে কীটনাশক বেশি ব্যবহার হচ্ছে।
Question:কৃষি জমিতে কী বেশি ব্যবহার হচ্ছে?
কৃষি জমিতে কীটনাশক বেশি ব্যবহার হচ্ছে।
Question:দূষিত বায়ুর কারণে আমাদের কোন রোগ হয়?
দূষিত বায়ুর কারণে আমাদের শ্বাসকষ্ট রোগ হয়।
Question:তোমার এলাকার আশপাশের কলকারখানার ময়লা-আবর্জনা নদীর পানিতে গিয়ে পড়ছে। কয়টি কারণে পরিবেশ দূষিত হয়? পরিবেশ দূষণের প্রধান চারটি কারণ উল্লেখ কর।
ছয়টি কারণে পরিবেশ দূষত হয়। পরিবেশ দূষণের প্রধান চারটি কারণ হলো- ১. বায়ু দূষণ, ২. পানি দূষণ, ৩. শব্দ দূষণ, ৪. শব্দ দূষণ।
Question:টিভিতে তুমি প্রথম দেখলে পরিচ্ছন্ন পরিবেশে শিশুরা কেলছে। আবার দ্বিতীয়বার দেখলে ময়লা আবর্জনা যুক্ত পরিবেশে শিশুরা খেলা করছে। এ দুটি পরিবেশের মধ্যে কোনটিকে তুমি ঠিক বলে মনে কর না? দ্বিতীয় পরিবেশকে ভালো রাখার জন্যে চারটি উপায় উল্লেখ কর।
দ্বিতীয় পরিবেশটিকে আমি ঠিক বলে মনে করি না। দ্বিতীয় পরিবেখশকে ভালো করা জন্যচারটি উপায় হলো- ১. নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা। ২. বাড়ি, রাস্তাঘাট, খেলার মাঠ পরিষ্কার রাখা। ৩. অপরিষ্কার ডোবা বা পুকুর থাকলে তা পরিষ্কার রাখা। ৪. যখানে সেখানে থুথু, কাশি না ফেলা।
Question:মাটি দূষণের দুটি কারণ উল্লেখ কর। পরিবেশ সুন্দর রাখার তিনটি উপায় উল্লেখ কর।
মাটি দূষণের দুইটি কারণ হলো- ১. জমিতে অতিমাতা্রায় রাসায়নিক সার ব্যবহার করা। ২. পলিথিন ব্যবহারের পর তা মাটিতে ফেলে দেওয়া। পরিবেশ সুন্দর রাখার তিনিট উপায় হলো- ১. নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। ২. বাড়ি, রাস্তাঘাট, খেলার মাঠ পরিষ্কার রাখতে হবে। ৩. যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ না করা।
Question:পরিবেশ দূষণের ফলে পশু-পাখির কী ক্ষতি হয়?
জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষণ হয়। এর ফলে ফলানো ফসল পশুপাখি খেলে নানা ধলনের রোগে আক্রান্ত হয়। তাছাড়া ফসলে যে বিষ ছিটিয়ে দেওয়া হয় তা খেয়ে পশুপাখি মারা যায়।
Question:পরিভেশ দূষণের ফলে উদ্ভিদের কী ক্ষতি হয়?
পরিবেশ দূষণের ফলে মাটির উর্বরা শক্তি কমে যায়। ফলে গাছাপালার বৃদ্ধি ব্যাহত হয়। অনেক গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। ঝড়ে পড়ে যায়,ডাল বাকাণ্ড শুকিয়ে যায়। ফলে গাছপালা মারা যায়।
Question:পরিবেশদূষণের ফলে কী ধরনের রোগ হতে পারে?
পরিবেশ দূষণের ফলে দূষিত বায়ু ফুসফুসে প্রবেশ করে। এর ফলে ফুসফুসজনিত রোগ হয়। দূষিত পানি দ্বারা ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি রোগ হয়। উচ্চ স্বরে শব্দের ফলে মাথঅ ব্যাথা, কানে কম শোনা প্রভৃতি রোগ দেখা দেয়।
Question:পানি দূষণের ফলাফল কী?
পানি দূষণের ফলাফল হলো- ১. দূষিত পানিতে মাছ মারা যায়। ২. দূষিত পানি পান করলে পেটের পীড়া, আমাশয়, কলেরা, জন্ডিস ইত্যাদি রোগ হয়। ৩. অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগজীবাণূ ছড়ায়।
Question:মাটি দূষণের ফলাফল কী?
মাটি দুষণের ফলাফল হলো- ১. জমিতে ফসল কম হয়। ২. গাছপালা মারা যায়। ৩. দূষিত মাটিতে উৎপাদিত ফসল ও শাকসবজি খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়।