Question:বায়ু দূষণের ফলাফল কী?
Answer
বায়ু দুষণের ফলাফল হলো- ১. বায়ু দূষণে কাশি, সর্দি, হাঁপানী ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। ২. ধোঁয়া শিশু ও গর্ববতী মায়ের জন্য খুবই ক্ষতিকর। ৩. কলকারখানা ও যানবাহনের ধোঁয়ায় নির্গত গ্যাস বায়ুমন্ডলে এসিড বৃষ্টি ঘটায়।