1. Question:বায়ু দূষণের ফলাফল কী? 

    Answer
    বায়ু দুষণের ফলাফল হলো-
    ১. বায়ু দূষণে কাশি, সর্দি, হাঁপানী ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে।
    ২. ধোঁয়া শিশু ও গর্ববতী মায়ের জন্য খুবই ক্ষতিকর।
    ৩. কলকারখানা ও যানবাহনের ধোঁয়ায় নির্গত গ্যাস বায়ুমন্ডলে এসিড বৃষ্টি ঘটায়।

    1. Report
  2. Question:শব্দ দূষণের ফলাফল কী? 

    Answer
    পরিবেশ দূষণের মধ্যে শব্দদূষণ একটি দূষণ। নিচে পরিবেশ দূষণের ফলঅফল দেওয়া হলো-
    ১. তীব্র শব্দে কানের পদৃা ছিঁড়ে বধির হয়ে যেতে পারে।
    ২. জোরে শব্দে মেজাজ খিটমিটে হয়।
    ৩. জোরে শব্দে মাথা ধরা, অনিদ্রা ইত্যাদি।

    1. Report
  3. Question:মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হয়? 

    Answer
    বিভিন্ন ধরনের যানবাহন ও কলকারখানা তৈরি যেখানে সেখানে ময়লা, আবর্জনা ফেলা, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশকের ব্যবহার, নদীতে বিভিন্ন কলকারখানার বর্জ্য ফেলা, বিভিন্ন আবর্জনা ফেলা প্রভৃতির কারণে পরিবেশ দূষিত হচ্ছে।

    1. Report
  4. Question:আমরা পরিবেশের নানা আবর্জনা কীভাবে পরিষ্কার করতে পারি? 

    Answer
    যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করতে হবে। এজন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বা ময়লা রাখার ঝুড়ি রাখতে হবে। কেউ রাস্তাঘাট বা খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেললে তা তুলে ফেলতে হবে এবং ঝুঁড়িতে রাখতে হবে। এভাবে সচেতনতার সাথে কাজ করলে আমরা পরিবেশের নানান আবর্জনা পরিষ্কার করতে পারি।

    1. Report
  5. Question:পরিবেশ দূষণ রোধ করতে হলে কী কী করতে হবে? 

    Answer
    পরিবেশ দূষণ রোধ করতে হলে যা যা করতে পারি-

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd