Question:যে কোন ৫টি পেশাজীবীদের কাজের বর্ণনা দাও।
Answer
প্রতিদিন আমাদের পেশাজীবীদের কাজ করতে দেখা যায়। এদের মধ্যে কৃষক, জেলে, কামার, কুমার ও শিক্ষক, ডাক্তার, নার্স রয়েছে। নিচে তাদের কাজের বর্ণনা দেওয়া হলো- কৃষক: কৃষক জমিতে ধান, পাট, গম, ভুট্টা, আলু, বেগুন টমেটোসহ নানারকম ফসল ও শাকসবজি চাষ করেন। আমাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষক বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। কামার: কামার লোহা দিয়ে দা, বঁটি, ছুরি, কাঁচি, নিড়ানি প্রভৃতি জিনিস তৈরি করেন। কুমার: কুমার মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন। এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। শিক্ষক: শিক্ষক আমাদের লেখাপড়া, নাচ-গান, ছবি আঁকা ইত্যাদি শিখতে সাহায্য করেন। ডাক্তার ও নার্স: ডাক্তার আমাদের ওষুধপত্র লিখে দেন। নার্স রোগীদের সেবা করেন। ওষুধ ও পথ্য খাওয়ান।