1. Question:যে কোন ৫টি পেশাজীবীদের কাজের বর্ণনা দাও। 

    Answer
    প্রতিদিন আমাদের পেশাজীবীদের কাজ করতে দেখা যায়। এদের মধ্যে কৃষক, জেলে, কামার, কুমার ও শিক্ষক, ডাক্তার, নার্স রয়েছে। নিচে তাদের কাজের বর্ণনা দেওয়া হলো-
    কৃষক: কৃষক জমিতে ধান, পাট, গম, ভুট্টা, আলু, বেগুন টমেটোসহ নানারকম ফসল ও শাকসবজি চাষ করেন। আমাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষক বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন।
    কামার: কামার লোহা দিয়ে দা, বঁটি, ছুরি, কাঁচি, নিড়ানি প্রভৃতি জিনিস তৈরি করেন।
    কুমার: কুমার মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন। এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি।
    শিক্ষক: শিক্ষক আমাদের লেখাপড়া, নাচ-গান, ছবি আঁকা ইত্যাদি শিখতে সাহায্য করেন।
    ডাক্তার ও নার্স: ডাক্তার আমাদের ওষুধপত্র লিখে দেন। নার্স রোগীদের সেবা করেন। ওষুধ ও পথ্য খাওয়ান।

    1. Report
  2. Question:তোমার জীবনের লক্ষ্য কী? তোমার জীবনের লক্ষ্য জানিয়ে দুটি বাক্য লেখ। 

    Answer
    আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার জীবনের লক্ষ্য নিয়ে দুটি বাক্য হলো-
    ১. আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।
    ২. আমার গ্রামের গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে চাই।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd